সংসদ সদস্যের উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫০০ জন
- রাজশাহী প্রতিনিধি
- প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৮:২৯ PM , আপডেট: ০৩ মার্চ ২০২৩, ০৮:৩৮ PM
দীর্ঘদিন ধরে অর্থাভাবে চোখের চিকিৎসা করাতে পারছিলেন না দূর্গাপুর উপজেলার পানা নগর গ্রামের নেগার বেগম। ভেবেছিলেন হয়ত চেখের সমস্যা নিয়েই দিন পার করতে হবে তার। তবে সম্প্রতি বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের সুবাদে চোখের চিকিৎসা পেয়েছেন তিনি।
শুধুমাত্র নেগার বেগমই নন রাজশাহী-৫ পুঠিয়া দূর্গাপুর আসনের সংসদ সদস্য ও স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থানীয় কমিটির সদস্য প্রফেসর ডঃ মোঃ মুনসুর রহমান এমপির উদ্যোগে আয়োজিত বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প থেকে এমন সেবা পেয়েছেন প্রান্তিক পর্যায়ের প্রায় ৫০০ ব্যক্তি। শুক্রবার (৩ মার্চ) দূর্গাপুর উপজেলার সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ে দিন ব্যাপী এই ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে বিশেষজ্ঞ ওষুধও দেয়া হয়।
শুক্রবার সকাল ৯ টায় দিন ব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন, ডঃ মোঃ মুনসুর রহমান এমপি। এসময় আরও উপস্থিত ছিলেন, দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হক, দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার মাহাবুবা খাতুন, রাজশাহী জেলা পরিষদের সদস্য আবুল কালাম বাচ্চু, ৪নং দেলুয়াবড়ী ইউনিয়ন পরিষদের মোঃ রিয়াজুল ইসলাম।
আরও পড়ুন: শুধু সনদ দেয়ার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি নয়: রাষ্ট্রপতি
চিকিৎসা নিতে আসা পঞ্চাশোর্ধ রেজিয়া বেগম বলেন, 'দীর্ঘদিন থেকে চক্ষু সমস্যায় ভুগে আমার জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। উন্নত ভালো চিকিৎসা করানোর সামর্থ্য নেই। আজ আমি এখানে বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পেলাম। আমাকে বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।'
এ বিষয়ে প্রফেসর ডাঃ মোঃ মুনসুর রহমান এমপি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দ্রষ্টা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এমপির দিকনির্দেশনায়, পুঠিয়া দূর্গাপুরের অসহায় দুঃস্থ হতদরিদ্র মানুষদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প ব্যবস্থা করা হয়েছে এবং পাশাপাশি এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পে যাদের অপারেশন এর প্রয়োজন হবে তাদের ফ্রি অপারেশন এর ব্যবস্থা করা হবে।