হিরো আলম নয়, আমার মন্তব্য ছিল ফখরুলকে নিয়ে: ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের  © সংগৃহীত

হিরো আলম নয় বরং বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে মন্তব্য করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

সোমবার (৬ ফেব্রয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী। ওবায়দুল কাদের বলেন, হিরো আলমকে নিয়ে আমার কোনো মন্তব্য ছিল না, মির্জা ফখরুলকে নিয়ে ছিল আমার মন্তব্য।

এর আগে শনিবার (৪ ফেব্রুয়ারি) ঢাকায় আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘হিরো আলম এখন জিরো হয়ে গেছে।’

আরও পড়ুন: ক্লাস বর্জন করে আন্দোলনে ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষকরা।

সমাবেশে ওবায়দুল কাদের দাবি করেন, জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল।

ওবায়দুল কাদেরর এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় হিরো আলম বলেছিলেন, হিরোকে কেউ কখনো জিরো করতে পারে না। যারা হিরোকে জিরো বানাতে চায়, তারাই জিরো হয়ে গেছে।

প্রসঙ্গত, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের উপনির্বাচনে হেরে গেছেন আলোচিত ইউটিউবার স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এই আসনের মোট ১১২টি কেন্দ্রের ফলাফলে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) নেতা রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজর ৫৭১ ভোট। 


সর্বশেষ সংবাদ