এক এমপির পকেটে দুই কোটি ভোট

নিজেকে আহলে হাদিসের অনুসারী উল্লেখ করে তাঁর পকেটে কমপক্ষে দুই কোটি ভোট আছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহ। তিনি বলেন, বর্তমান সংসদে আহলে হাদিসের অনুসারী ৩০ এমপি রয়েছেন। তবে তাঁরা নিজেদের পরিচয় প্রকাশ করেন না।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে রহমতুল্লাহ এসব কথা বলেন। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।

ক্ষমতাসীন দলের এই এমপি নিজেকে আহলে হাদিসের দুই কোটি ভোটারের প্রধান উপদেষ্টা দাবি করে জানান, তাঁকে সভাপতি হতে বলা হয়েছিল। নিজ অফিসে বসে তিনি আহলে হাদিসের কমিটি বানিয়ে দিয়েছেন। তাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। তারা কোনো দিন জামায়াতে ইসলামীকে সমর্থন করে না।

তিনি যেদিকে যাবেন, আহলে হাদিসের অনুসারীরা সেদিকেই যাবেন বলেও দাবি করেন রহমতুল্লাহ।


সর্বশেষ সংবাদ