পদ্মাসেতু প্রথম পায়ে হেঁটে পার হওয়া সোলায়মান মেট্রোরেলেরও প্রথম যাত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৩৩ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২২, ০৬:৪২ PM
পদ্মাসেতু প্রথম পায়ে হেঁটে পার করার পর এবার মেট্রোরেলের প্রথম যাত্রী বলে নিজেকে দাবি করলেন নোয়াখালীর সুলায়মান। তিনি বলেন, পদ্মাসেতু যখন খুলসিল তখন আমি পায়ে হাইটা প্রথম পাড় হইসিলাম।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) আঁগারগাও স্টেশন থেকে উত্তরা যাত্রাকালীন সময়ে এসব কথা বলেন।
সোলায়মান বলেন, পদ্মাসেতু যহন খুলসে তহন আমি সবার আগে আমি ছুটছি। পায়ে হাইটা আমি পদ্মা সেতু পার করসি। সবার আগে পায়ে হাইটা আমি পার করসি পদ্মা সেতু।
আরও পড়ুন: মেট্রোরেলে প্রথম জরিমানা দিলেন ঢাকা কলেজ শিক্ষার্থী
তিনি বলেন, প্রথম দিনই মেট্রোরেলে উঠার জন্য আমি সকালে আঁগারগাও স্টেশনে আহি। আশেপাশে সবাইরে দেহি প্যান্ট পইড়া, একমাত্র আমিই লুঙ্গি পইড়া। আমি ভাবলাম, লুঙ্গি পড়া কি দেইখা আমারে উঠতে দিব? মনে মনে ভয় পাইসি আর দোয়া করসি, আল্লাহ আমারে যেনো উঠতে দেয়। পরে উঠতে পারসি।
উল্লেখ্য, নোয়াখালী বাসিন্দা সোলায়মান ঢাকার কারওয়ান বাজার থাকেন। তিনি একটি হোটেলে কাজ করেন। নিজের জমানো টাকা দিয়ে এ পর্যন্ত দুটি প্রকল্পই প্রথম যাত্রা করার জন্য প্রবল উৎসাহী ছিলেন।