শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া নেই, ছাত্রলীগ খুন-ভর্তি বাণিজ্য করছে: সেলিমা

বেগম সেলিমা রহমান
বেগম সেলিমা রহমান  © ফাইল ছবি

বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, আজ শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়া নেই। সেখানে ছাত্রলীগ খুন, ভর্তি বাণিজ্য, সিট বাণিজ্য করছে। নারীদের দাস বানাচ্ছে। তাদের দিয়ে বিভিন্ন অপকর্ম করাচ্ছে। যা কিছুদিন আগে ইডেন কলেজের ছাত্রীরা মিডিয়ায় প্রকাশ করেছে।

সোমবার (০৩ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ের নিচতলায় অনুষ্ঠিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ‘ইডেন কলেজ ছাত্রলীগের নজিরবিহীন কেলেঙ্কারি ও সারা দেশে নারী নির্যাতনের’ প্রতিবাদে জাতীয়তাবাদী মহিলা দল এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস এতে সভাপতিত্ব করেন। মানববন্ধন শেষে মিছিলের কথা থাকলেও বৃষ্টির কারণে তা করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: বাইরে বের হলেই ইডেন ছাত্রীদের দিকে ধেয়ে আসছে তির্যক মন্তব্য

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যে কুকীর্তিগুলোর কথা শুনেছি, তা নজিরবিহীন। আওয়ামী লীগ নেতাদের কাছে প্রশ্ন, ছাত্রলীগকে আপনারা কী বানাচ্ছেন? একবার তো খুনি বানালেন।’

তিনি আরও বলেন, ‘কোনো জাতি যদি শিক্ষায় উন্নতি করতে না পারে, তাহলে তারা আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে পারবে না। এই সরকার তার প্রভুদের স্বার্থে আজ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।’


সর্বশেষ সংবাদ