ছাত্রলীগের নামে ছাত্র আছে কিন্তু পড়ালেখা নেই: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী  © সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ছাত্রলীগের নামে ছাত্র আছে কিন্তু পড়ালেখা নেই। আসলে ছাত্রলীগের উপরের দিকে যারা আছেন তারা ভালো না। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চায় না। তারা ইডেন কলেজকে ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। সেখানে কোনো ভবন নির্মাণ কাজ হলে সেগুলো থেকে চাঁদা দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। তারা সেখানে হলগুলো নিয়ন্ত্রণ করে।’

সোমবার (৩ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনে এসব কথা বলেন দলের যুগ্ম মহাসচিব।

রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের অনেকেই বলেন, বিএনপি ইডেনের বিষয়ে কী করছে? আমরা ইডেনে ছাত্রলীগের কুকর্মের প্রতিবাদ ও ধিক্কার জানাই।

তিনি বলেন, ‘আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজে যা হচ্ছে, তা অবর্ণনীয় ও ন্যক্কারজনক। আসলে সরকার ছাত্রলীগকে কী বানাচ্ছে? তাদে তো খুনি বানাচ্ছে। এর আগে দর্জি বিশ্বজিতকে হত্যা করেছে। শেখ হাসিনা কি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে নারীদের দাস বাজারে পরিণত করছেন? ইডেনের ঘটনা তো তাই প্রমাণ করে।’

আরও পড়ুন: চিকিৎসায় এ বছর নোবেল পেলেন সাভান্তে পাবো

তিনি আরও বলেন, ‘মা-বাবা সুশৃঙ্খল ও ভদ্র হলে ছেলেমেয়েও ভদ্র হয়। এত এত মা-বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত আমাদের দেশের স্বাধীনতা আজ কোথায়? আওয়ামী লীগ বিরোধী দলে থাকলেই শুধু গণতন্ত্রের কথা বলে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ থেকে কেউ বড় বিজ্ঞানী হোক, বিদেশে উচ্চশিক্ষা নিতে যাক, পণ্ডিত হোক এটা তো শেখ হাসিনা চান না। আসলে ছাত্রলীগের ওপরের দিকে যারা আছেন, তারা ভালো না। ফলে ছাত্রলীগ তো নারীদের ওপর আক্রমণ করবেই। তারা শিক্ষার সুষ্ঠু পরিবেশ চাইবে না। তারা ইডেন কলেজকে ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। সেখানে কোনো ভবন নির্মাণকাজ হলে সেগুলো থেকে চাঁদা দাবি করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে ছেড়ে দিয়েছে। তারা সেখানে হলগুলো নিয়ন্ত্রণ করে।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ কবে ভালো ছিল? ’৭২ থেকে ’৭৫ সালে দেখেছি লাল বাহিনী, নীল বাহিনী। এখন দেখছি ছাত্রলীগ বাহিনী, যুবলীগ বাহিনী। সারা দেশকে ভয়াবহ অন্ধকারে নিমজ্জিত করছেন শেখ হাসিনা। এর পরিণতি কী হবে? গোটা দেশকে এক লুটপাটের অভয়ারণ্যে পরিণত করেছেন তিনি। এভাবে চলতে দেওয়া যায় না। জাতীয়তাবাদী শক্তির নেতৃত্বে মহিলা দলের নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

ইডেন কলেজে ছাত্রলীগের কেলেংকারি ও সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। সংগঠনের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খানের পরিচালনায় মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ মহিলা দলের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, আজকে নারীদের সম্মান নেই। অন্ধকারে ফিরে গেছি। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই নারী নির্যাতনের ঘটনা ঘটে। তারা ছাত্রলীগের হাতে লাঠি ছুরি রাম দা তুলে দিয়েছে। তারা লুটপাট করছে, ভর্তি বাণিজ্য করছে। নারীদের বিভিন্ন অপকর্ম করতে বাধ্য করছে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence