এর আর রাহমানের কণ্ঠে জয় বাংলা, ভিডিও করলেন প্রধানমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মার্চ ২০২২, ১১:২৯ PM , আপডেট: ৩০ মার্চ ২০২২, ১২:১৭ AM
আজকের রাতটা স্মরণীয় হয়ে থাকবে মিরপুরের জন্য। আর রাজধানীবাসী ভেসেছে সুরের লহরীতে। শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ক্রিকেট সেলিব্রেট মুজিব ১০০ কনসার্টে গেয়েছেন কিংবদন্তির শিল্পী অস্কারজয়ী এ আর রাহমান। সঙ্গে ছিল তার সুর করা অনবদ্য সব গানের অনন্য পরিবেশনা। তবে শেষের দিকে এসে হাজারো দর্শককে অশ্রুসজল করলেন গীতিকবি জুলফিকার রাসেলের লেখা ‘জয় বাংলা, জয় বাংলাদেশ’ গেয়ে।
গানটি শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এ আর রাহমান। বাংলাদেশের প্রতিও প্রকাশ করেন অকুণ্ঠ ভালোবাসা। এ সময় প্রেসিডেন্ট বক্স হতে মোবাইল ফোনে গানটির ভিডিও ধারণ করতে দেখা যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
এর পরই ‘আমার সোনার বাংলা, বলো জয় বঙ্গবন্ধু, বলো জয় জয় বাংলা’ গেয়ে আরেক দফা আবেগে ভাসান রাহমান। এ গানটিও জুলফিকার রাসেলের লেখা। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিসিবির উদ্যোগে এ গান দুটি তৈরি হয়।