বিএসএমএমইউ উপাচার্যের গাড়িতে হামলা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৪, ০১:০২ PM , আপডেট: ০৮ জানুয়ারি ২০২৪, ০১:১৮ PM
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে বহনকারী গাড়িতে (ঢাকা মেট্রো: ঘ ২১-২৮৭৫) হামলা হয়েছে। হামলার সময় গাড়িতে ছিলেন উপাচার্য, তার একান্ত সচিব-২ দেবাশীষ বৈরাগী ও গাড়ি চালক মো. শাহিনুর আলম। এতে আহত হন দেবাশীষ। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ওই গাড়ির চালক মো. শাহিনুর।
সোমবার (৮ জানুয়ারি) সকালে হামলা এবং জিডির বিষয়টি দ্যা ডেইলে ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন উপাচার্যের একান্ত সচিব (উপ-পরীক্ষা নিয়ন্ত্রক) দেবাশীষ বৈরাগী।
গত ৫ জানুয়ারি সন্ধ্যায় একটি টেলিভেশন চ্যানেলে আলোচনা শেষে মিরপুর-১১ থেকে উপাচার্য তার গাড়িতে করে ফেরার পথে মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় আসলে কে বা কারা একটি বোমা সদৃশ বস্তু নিক্ষেপ করে। এতে কাঁচের টুকরা শরীরে ছিটকে পড়ায় আহত হন গাড়ির সামনে বসা দেবাশীষ।
উপাচার্যের একান্ত সচিব দেবাশীষ বলেন, ওই সময় এমন আকস্মিক ঘটনায় উপাচার্য, তিনি ও গাড়ি চালক আতঙ্কিত হয়ে পড়েন। পরে তারা তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওই স্থান ত্যাগ করেন। উপাচার্য পেছনে থাকায় তেমন আহত হননি। তবে তিনি সামনে থাকায় কাঁচের টুকরা তার শরীরে এসে পড়ে। এতে তার আঙ্গুল জখম হয়। তবে গুরুতর কিছু হয়নি বলে জানান তিনি।
তিনি আরও জানান, আতঙ্কিত থাকায় তারা সেদিন থানায় যেতে পারেন নি। পরদিন অর্থাৎ ৬ জানুয়ারি সকালে গাড়ি চালক মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং-৪৪৫, তারিখ- ৬/১/২০২৪।
পুলিশ জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, জিডির পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে তদন্ত চলমান আছে। দ্রুতই জড়িতদের খুঁজে বের করা হবে।
ঘটনার বিষয়ে সাধারণ ডায়েরিতে বলা হয়, গত ৫ জানুয়ারি মিরপুর-১১ এ মোহনা টেলিভিশনে একটি আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যায় (আনুমানিক বিকাল সাড়ে ৫টা) বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বাসায় ফিরছিলেন। এ সময় মনিপুর স্কুল পার হয়ে একটু সামনে রাস্তায় আসলে কে বা কারা বোমা বা ককটেল হামলা করেন।
এতে আরও বলা হয়, বোমা বা ককটেল বিস্ফোণের ফলে গাড়ির সামনের গ্লাস ভেঙ্গে যায় এবং ছোট ছোট কাচের টুকরায় গাড়ির ভেতরে সামনে বসা উপাচার্যের একান্ত সচিব-২ দেবাশীষ বৈরাগী ও গাড়ি চালক শাহিনুর আলম সামান্য আহত হন।