নৌকার টিকিট পেলেন সাবেক ভিসি অধ্যাপক কামরুল

অধ্যাপক ডা. কামরুল হাসান খান
অধ্যাপক ডা. কামরুল হাসান খান  © ফাইল ফটো

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসন থেকে নৌকার টিকিট পেয়েছেন শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। আমার ওপর তিনি আস্থা রেখেছেন। যেকোনো মূল্যে আমি আমার আসন উনাকে উপহার দেব।

১৯৮২ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন কামরুল হাসান খান। এরপরে তিনি ১৯৮৪ সালে মেডিকেল অফিসার হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। পরে তিনি ১৯৯১ সালে পিজি হাসপাতালে (বিএসএমএমইউ) যোগ দিয়েছিলেন। ভিসি হওয়ার আগে তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি বিভাগের অধ্যাপক ছিলেন।


সর্বশেষ সংবাদ