দাখিল পরীক্ষার সূচিতে পরিবর্তন, বদলে গেল আরবি প্রথম পত্রের পরীক্ষার তারিখ

দাখিল পরীক্ষা
দাখিল পরীক্ষা  © ফাইল ফটো

২০২৫ সালের দাখিল পরীক্ষার নতুন সময়সূচি প্রকাশ করা হয়েছে। নতুন সূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে এ পরীক্ষা শুরু হবে। পরীক্ষা শেষ হবে ১৩ মে। তবে ১৩ এপ্রিলের আরবি প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ মে।

সংশোধিত সময়সূচি দেখুন এখানে

ব্যবহারিক পরীক্ষা যথারীতি আগের সময় অনুযায়ী, ১৪ থেকে ১৮ মে অনুষ্ঠিত হবে। আজ রবিবার (১৬ মার্চ) মাদ্রাসা শিক্ষা বোর্ড এ নতুন সময়সূচি প্রকাশ করে।

জানা গেছে, ১৩ এপ্রিল বৈসাবি উৎসব পড়ায় সূচি পরিবর্তনের দাবির প্রেক্ষিতে পরীক্ষাটি পেছানো হয়েছে। এসএসসিতে ওইদিন বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এর আগে এই পরীক্ষা পিছিয়ে আগামী ১৩ মে নেওয়া হবে জানিয়ে নতুন সংশোধিত সূচি প্রকাশ করেছিল আন্তঃশিক্ষা বোর্ড।


সর্বশেষ সংবাদ