বাকৃবিতে ‘ক্যানভাসে’র চিত্র প্রদর্শনী

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সৌখিন চিত্রশিল্পীদের সংগঠন ‘ক্যানভাস’র উদ্যোগে দুই দিনব্যাপী চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। রবিবার বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চের সামনে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীতে ৪৮ চিত্রশিল্পীর বিভিন্ন বিষয়বস্তুর প্রায় ১০০টি ছবি প্রদর্শন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কেবি নৈশ্য বিদ্যালয়ের শিশুরা এই চিত্র প্রদর্শনীতে ছবি এঁকেছেন। এসব ছবিতে ফুটে উঠেছে বর্তমান বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা (রিফাত হত্যাকান্ড, শিশু নির্যাতন), নারী নির্যাতন, অসাম্প্রদায়িক বাংলাদেশ, গোধূলি বেলা, বিশ্ববিদ্যালয়ের প্রকৃতিসহ নানা বিষয়বস্তু। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ চিত্র প্রদর্শনীতে ছবি দেখার জন্য ভীর করে।

কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জিয়াউল হকের সার্বিক তত্ত্বাবধানে চিত্র প্রদর্শনীর আহবায়ক হিসেবে ছিলেন অরণ্য সাদেকুর রহমান এবং সমন্বয়ক হিসেবে ছিলেন তামান্না ইসলাম।


সর্বশেষ সংবাদ