‘আমি শিক্ষক মানুষ, কিছু বলার নেই’—কারাগারে অধ্যাপক বারকাত

আদালত প্রাঙ্গণে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত
আদালত প্রাঙ্গণে অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত  © সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও অর্থনীতিবিদ অধ্যাপক ড. আবুল বারকাতকে অর্থ আত্মসাতের একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। পোশাক কারখানা অ্যাননটেক্স গ্রুপকে ভুয়া কাগজপত্রে ঋণ মঞ্জুর করে অর্থ আত্মসাতে সহায়তার অভিযোগে দায়ের করা এ মামলায় বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে দুদকের কাছে হস্তান্তর করা হয়।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে তাকে আদালত কক্ষে তোলা হয়। শুনানি শেষে বিকেল পৌনে ৪টার দিকে বিচারক মো. জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ সময় সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন।

এক সাংবাদিক মামলার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. বারকাত সংক্ষেপে বলেন, “আমি শিক্ষক মানুষ। আপনারা ভালো থাকুন। আমার কিছু বলার নেই।” এরপর তিনি হাঁটতে শুরু করেন। দ্বিতীয়বার প্রশ্ন করা হলে একই জবাব দেন—“আমার কিছু বলার নেই।”

অধ্যাপক ড. আবুল বারকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!