জমজমাট ছাত্রশিবিরের সায়েন্স ফেস্ট

সায়েন্স ফেস্ট এর উদ্বোধনী অনুষ্ঠান
সায়েন্স ফেস্ট এর উদ্বোধনী অনুষ্ঠান  © সংগৃহীত

বিশ্বকে যারা বিভিন্ন নতুন আবিষ্কার ও উদ্ভাবন উপহার দিয়ে গেছেন, সেই মহান মনীষীর একজন হলেন মুসলিম বিজ্ঞানী আল-হাজেন। তার পুরো নাম আল-হাসান ইবন আল-হায়সাম। তবে তিনি পশ্চিমা বিশ্বে আল-হাজেন নামেই পরিচিত। তিনি ছিলেন বিজ্ঞান চিন্তার একজন অগ্রদূত। দৃষ্টিবিজ্ঞান (অপটিকস), আলোকবিজ্ঞান ও আলো সম্পর্কে তিনি গুরুত্বপূর্ণ তথ্য-উপাত্ত আবিষ্কার করে গেছেন। তার স্মরণে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে বাস্তব জীবনে বিজ্ঞান চর্চাকে অনুপ্রািণত করতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজন করেছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে সোহরাওয়ার্দী উদ্যানে এই সায়েন্স ফেস্টের উদ্বোধন করা হয়। দিনব্যাপী  আয়োজিত উৎসবে দেশের নানা প্রান্তের স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের সঙ্গে অংশ নেন অভিভাবকরাও। এছাড়াও ঢাকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘুরে ঘুরে উপভোগ করছেন এই ফেস্টিভ্যাল। 

৫ম থেকে ১২তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা ফ্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারছে এ আয়োজনে। সেখানে তারা তাদের বিজ্ঞান ভিত্তিক বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করবে। এরপর সমাপনী অনুষ্ঠান বিকেল ৪ টায় শুরু হয়ে ৫ টার মধ্যে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হবে। মাগরিবের পর থেকে রাত ১০ টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

ফেস্ট ঘুরে দেখা যায়, প্রায় শতাধিক স্টল বসান দেশের বিভিন্ন জেলা থেকে আগত বিজ্ঞানপ্রিয় শিক্ষার্থীরা। আর অংশগ্রহণকারীরা দর্শনার্থীদের তাদের প্রজেক্ট সম্পর্কে বুঝিয়ে দিচ্ছেন। মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশ নিয়েছেন এখানে।

ফেস্টে শিক্ষার্থীরা সোলার প্যানেলের মাধ্যমে ফ্যাক্টরি পরিচালনা করে কার্বন নিঃসরণ, ড্রোন প্রযুক্তির উদ্ভাবন, আধুনিক নগর পরিকল্পনা, বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন, কোল্ড স্টোরেজ সিস্টেম, পরিবেশ দূষণ না করে বিদ্যুৎ উৎপাদন ক্ষতিকর গ্যাস নিঃসরণ রোধী উপায়, গ্যাস পৃথককরণ প্রজেক্ট, আরবান রেজিল্যান্স ড্রেনেজ অ্যান্ড সুয়েজ সিস্টেমসহ শতাধিক স্টল বসানো হয়।

এই সায়েন্স ফেস্টে জুনিয়র সায়েন্টিস্ট হান্টের (প্রজেক্ট শো) চ্যাম্পিয়নের জন্য ৬০ হাজার, রানারআপের জন্য ৪০ হাজার, তৃতীয় স্থান ৩০ হাজার, ৪র্থ স্থান ২০ হাজার এবং ৫ম স্থান অধিকারকারীর জন্য ১০ হাজার টাকা পুরস্কার হিসেবে থাকছে। রুবিক্স কিউব প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ১৫ হাজার, রানারআপ ১০ হাজার, তৃতীয় স্থান অধিকারকারীর জন্য ৫ হাজার টাকা পুরস্কার হিসেবে থাকছে।

এছাড়াও অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে ইনস্ট্যান্ট প্রবলেম সলভিং ও পুরস্কার, ফিজিক্স, কেমিস্ট্রি ও অ্যাস্ট্রোনমি বুথ, সায়েন্টিফিক ডকুমেন্টারি শোয়িং, ক্যারিয়ার বুথ ইত্যাদি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম বলেন, ‘শিবির এই দেশকে নিয়ে অনেক উঁচুতে স্বপ্ন দেখে। একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে চায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ভার্চুয়াল রিয়েলিটির জামানায় টিকে থাকতে হলে বিজ্ঞানচর্চার বিকল্প নেই। সেই লক্ষ্যকে সামনে রেখেই শিবির আয়োজন করছে ‘ইবনে আল-হাইসাম সায়েন্স ফেস্ট ২০২৪’। বিজ্ঞানের অগ্রযাত্রায় বাংলাদেশ হোক অন্যতম অংশীদার।’


সর্বশেষ সংবাদ