এআইইউবির সঙ্গে এইআরডির চুক্তি স্বাক্ষর

  © টিডিসি ছবি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অব ইনোভেশনের (ডি২এ২আই) সঙ্গে অ্যামেচার এক্সপেরিমেন্টাল রকেট্রি ঢাকা (এইআরডি) এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। এইআরডি উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের গবেষণা প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা হাইব্রিড রকেট ইঞ্জিন নিয়ে গবেষণা করার সুযোগ লাভ করেন।

গতকাল সোমবার আয়োজিত এক অনুষ্ঠানে এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, সহযোগী অধ্যাপক চৌধুরী আকরাম হোসেন, এইআরডি-এর প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সুজু হেন বালডুইন চেন, এইআরডি-এর সদস্য শাহজাইব মুয়াজ আবেদীন, লিয়াম অলিভার নোভাক, ঝাওয়ান স্যাম কুই, ইয়ান মাইকেল মেসারভি এবং এআইইউবির প্রধান জনসংযোগ কর্মকর্তা আবু মিয়া আকন্দ তুহিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

ডা. আনোয়ারুল আবেদীন ইনস্টিটিউট অফ ইনোভেশন (ডি২এ২আই) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ে মানসম্পন্ন গবেষণার জন্য তরুণ গবেষকদের উদ্ভাবনকে উৎসাহিত করে থাকে। এই চুক্তি তরুণ প্রজম্মের গবেষকদের এই ধরনের কাজের ক্ষেত্রে প্রতিনিয়ত উৎসাহিত করবে।


সর্বশেষ সংবাদ