বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ফেল

বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ফেল
বঙ্গবন্ধু সরকারি কলেজে ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ফেল  © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে এক প্রতিষ্ঠানের ৭৫ পরীক্ষার্থীর মধ্যে ৭৩ জনই ফেল করেছে। রাজবাড়ীর পাংশা উপজেলার জাতির জনক বঙ্গবন্ধু সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় ৭৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছেন মাত্র দুই জন। বাকি ৭৩ জনই ফেল করেছেন। তবে পাস করা দুইজন শিক্ষার্থীর মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে।  

রোববার (২৬ নভেম্বর) প্রকাশিত এ ফলাফলে পাসের হার দাড়িয়েছে মাত্র ২ দশমিক ৬৭ শতাংশ। এতে হতাশা প্রকাশ করেছেন অবিভাবকসহ এলাকাবাসী।

স্থানীয়রা জানান, ওই দুই জন শিক্ষার্থীর জন্য শতভাগ ফেলের তালিকায় নাম উঠেনি কলেজটির। তবে, এভাবে চলতে থাকলে সামনে আরও ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। প্রতিষ্ঠার পর থেকে এইচএসসির ফলাফল মোটামোটি ভালো ছিলো। তবে সরকারি হওয়ার পর থেকে কলেজের ফলাফলের মান অনেক খারাপ। শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের ঠিকমত পাঠদান করান না। 

জানা গেছে, পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা বাজারের পাশে ১৯৯৪ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। ২০২১ সালে কলেজটি সরকারি হিসেবে নথিভুক্ত হয়। বর্তমানে কলেজটিতে অধ্যক্ষসহ পাঠদানের জন্য ২৭ জন শিক্ষক রয়েছেন। এছাড়াও রয়েছেন ১৪ জন কর্মচারী।

সোমবার (২৭ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, কলেজে অধ্যক্ষ নেই। অন্য শিক্ষকরা কলেজের মাঠে গল্প করছেন। সাংবাদিক জেনে কয়েকজন শিক্ষক শ্রেণি কক্ষে গিয়ে পাঠদান শুরু করেন। নোটিশ বোর্ডে নেই এইচএসসি পরীক্ষার ফলাফল। কয়েকজন শিক্ষকের কাছে পরীক্ষার ফলাফল জানতে চাইলে তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি। অধ্যক্ষের সঙ্গে কথা বলতে বলে দায় সারেন তারা।

আরও পড়ুন: এইচএসসিতে পাসের হারে ১৪ বছর ধরে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

এ বিষয়ে সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজমল আল বাহার বলেন, কলেজটি সরকারি হওয়ার আগে ম্যানেজিং কমিটি দ্বারা পরিচালিত হতো। তখন কলেজটি ভালই চলেছে, পারীক্ষার রেজাল্টও ভালো হয়েছে। বর্তমানে সরকারি হওয়াতে মনে হচ্ছে শিক্ষাকদের লাগাম ধরার মতো কেউ নেই। এমন চলতে থাকলে এলাকার ভবিষৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাবে।

বঙ্গবন্ধু সরকারি কলেজে চলতি বছর এইচএসসি পরীক্ষার ফলাফলের চিত্র। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence