এইচএসসির ফল দেখে যেতে পারলেন না তৌকির
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৩:০৪ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৩, ০৩:০৪ PM
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতক্ষীরার শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র মো. তৌকির হাসানের (১৮) মৃত্যু হয়েছে। আগামী রবিবার (২৬ নভেম্বর) তার এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে।
বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে খুলনার কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী গ্রামে নিজ বাড়ির পাশে ব্যাডমিন্টন খেলার মাঠেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার।
মৃত মো. তৌকির হাসান ওই গ্রামের মো. ইয়াকুব আলী গাজীর ছেলে। সে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের বাণিজ্য বিভাগের ছাত্র ছিল।
তৌকিরের মামা শরীফ আহমেদ জানান, বুধবার রাতে তৌকির বন্ধুদের সঙ্গে স্থানীয় মাঠে ব্যাডমিন্টন খেলতে যায়। খেলা শেষে রাত সাড়ে ১০টার দিকে ইলেকট্রিক লাইনের সংযোগ বিচ্ছিন্ন করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকে দ্রুত স্থানীয় হাসাপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তৌকিরের বন্ধু নাঈম বলেন, তৌকির আমার রুমমেট ছিল। আমরা একসঙ্গে শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছি। তার অকাল মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না।