ঢাবিতে ড. আমিনুল ইসলাম স্মরণসভা অনুষ্টিত
- ঢাবি প্রতিনিধি
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০১৮, ০৭:৩৭ PM
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের সাবেক অধ্যাপক ড. আমিনুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। অনুষ্ঠানে অধ্যাপক আমিনুল ইসলামের বর্তমান ও প্রাক্তন অনেক শিক্ষার্থীসহ তাঁর শুভাকাঙ্খী ও আত্মীয়-স্বজন উপস্থিত ছিলেন। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান মরহুমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন, ‘অধ্যাপক ড. আমিনুল ছিলেন একজন সহজ-সরল, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক, গবেষক এবং বিজ্ঞানী।’ তিনি তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।