আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন ফোরামে বক্তব্য দিলেন ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য

অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার
অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার  © সৌজন্যে প্রাপ্ত

ব্র্যাক ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক সৈয়দ ফারহাত আনোয়ার কেনিয়ার মোম্বাসায় অনুষ্ঠিত আফ্রিকান মার্কেটিং কনফেডারেশন (এএমসি) ফোরাম ২০২৪-এ প্রধান আলোচক হিসেবে বক্তব্য দিয়েছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে উচ্চশিক্ষালয়টি।

অধ্যাপক ফারহাত আনোয়ার এশিয়া মার্কেটিং ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এই সম্মেলনটি আফ্রিকাসহ অন্যান্য দেশের মার্কেটিং পেশাজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ। অধ্যাপক ফারহাত ‘ব্র্যান্ড রেজিলিয়েন্স অ্যামিডস ইকোনোমিক আনসারটেইনটি’ প্রতিপাদ্যের ওপর আলোচনা করেন।

‘বৈশ্বিক মার্কেটিং কমিউনিটি গঠন: বিশ্বজুড়ে মার্কেটিয়ারদের মধ্যে কমিউনিটিবোধ তৈরির ভূমিকা’ শীর্ষক বক্তব্য দেন অধ্যাপক ফারহাত আনোয়ার। তিনি এই আলোচনায় মার্কেটিং খাতে সহযোগিতা ও জ্ঞানের আদান প্রদানের গুরুত্বকে তুলে ধরেন।

উপচার্য তার আলোচনায় গুরুত্বরোপ করেন যে, শক্তিশালী সংগঠনের মাধ্যমে বিভিন্ন অঞ্চলের মার্কেটিং প্রফেশনালসরা নিজেদের মধ্যে অভিজ্ঞতা ও মতবিনিময় করতে পারেন। এর মাধ্যমে তারা কমিউনিটিবোধকে আরও বলিষ্ট করতে পারেন। এবং সেই সাথে পরিবর্তনশীল বাজারের চাহিদা পূরণ করে উদ্ভাবনী সমাধান দিতে পারেন। 

ড. ফারহাত আনোয়ার বলেন, ‘বৈশ্বিক মার্কেটিং কমিউনিটিকে শক্তিশালী করতে এই সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সংগঠনগুলো আমাদেরকে বৈচিত্র্যময় দৃষ্টিভঙ্গি কাজে লাগানোর সুযোগ দেয়। অভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য গড়ে তুলতে সহায়তা করে। সেই সাথে পরিবর্তনশীল বিশ্ববাজারে স্থিতিশীলতার কৌশল গড়ে তোলে।’

এই বৈশ্বিক ফোরামে ওয়ার্ল্ড মার্কেটিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হেরমাওয়ান কার্তাজায়া, হলার্ড ঘানার কর্পোরেট বিষয়ক এবং মার্কেটিং বিভাগের প্রধান সিনথিয়া ওফোরি-দ্যুমফুওসহ আরও অনেক প্রভাবশালী মার্কেটিং নেতা অংশ নেন। আলোচনায় ব্র্যান্ড স্থিতিশীলতা, উদ্ভাবন এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মাঝে মার্কেটিং সফলতার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। এই সম্মেলনের বিভিন্ন প্যানেল আলোচনা, নেটওয়ার্কিং সেশন এবং বিভিন্ন প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে অংশগ্রহণকারীরা ইন্ডাস্ট্রি চ্যালেঞ্জগুলো মোকাবেলায় কার্যকরী দিকনির্দেশনা পেয়েছেন। 

অধ্যাপক ফারহাত আনোয়ার আগামী নভেম্বরে ফিলিপাইনে অনুষ্ঠিতব্য ‘মার্কেটিং ওয়ার্স: এপিসোড ৬.০ অ্যান্ড বিয়ন্ড’ সম্মেলনে অংশ নেবেন। সেখানেও তিনি বৈশ্বিক মার্কেটিং নেটওয়ার্ক গঠন বিষয়ে আলোচনা করবেন। এই সম্মেলনটিতে ওয়ার্ল্ড মার্কেটিং ফোরামের চতুর্থ এবং ন্যাশনাল মার্কেটিং কনফোরেন্সের ৫৩তম অধিবেশন অনুষ্ঠিত হবে। 


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence