নতুন বউয়ের সাজে পরীক্ষার হলে তরুণী!

নতুন বউয়ের সাজে পরীক্ষা ‍দিচ্ছেন কনে স্বেতা
নতুন বউয়ের সাজে পরীক্ষা ‍দিচ্ছেন কনে স্বেতা  © সংগৃহীত

পরীক্ষার হলে চলছে বিকম ফাইনাল ইয়ারের পরীক্ষা। পুরো হলরুমে স্তব্ধ নীরবতা। পরীক্ষার্থীরা ব্যস্ত  মন দিয়ে উত্তরপত্র সাজানের কাজে। এরই মাঝে সবারই চোখ চলে যাচ্ছে একজনের দিকে। কারণ তিনি তো পুরোদস্তুর বিয়ের সাজে সজ্জিত। নতুন বউকে দেখতে পরীক্ষার হলে অনেক উৎসুক চোখ ঘোরাঘুরি করছিল। তবে নতুন বউয়ের মন ডুবেছে পরীক্ষার খাতাতেই। ঘটনা ভারতের কর্ণাটকের হাসানের।

সেই কনের নাম স্বেতা। সবেমাত্রই তার বিয়ে হয়েছে। আর বিয়ে করেই সোজা তিনি চলে আসেন পরীক্ষা দিতে। বিকম ফাইনাল ইয়ারের পরীক্ষা দিতেই তিনি এসেছিলেন। পরীক্ষার কিছু ঘণ্টা আগেই নবীনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন স্বেতা ৷

পরিবার সূত্রে জানা যায়, তাদের বাগদান হয় ৬ মে। বিয়ে ঠিক হয় ১৮ নভেম্বর। স্বেতার বিকম’র কর্পোরেট অ্যাকাউন্ট ও ল’র পরীক্ষা হওয়ার কথা ছিল ৩ নভেম্বর। পরীক্ষা শেষে বিয়ে হবে বলেই দিন ঠিক হয়েছিল। কিন্তু নির্বাচনের ফলে পরীক্ষার দিন পিছিয়ে যায়। বিয়ের দিনেই পরীক্ষার দিন ধার্য হয়। কিন্তু তাতে কোন সমস্যাই হয়নি স্বেতার। বিয়ে সম্পন্ন করে দিব্যি চলে আসেন পরীক্ষা দিতে। তাকে পরীক্ষা কেন্দ্রে ছেড়ে দিয়ে যান স্বামী নবীনই।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence