ওমিক্রনে প্রথম মৃত্যু যুক্তরাজ্যে

প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেন
প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেন  © সংগৃহীত

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে প্রথম প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় আজ সোমবার (১৩ ডিসেম্বর) ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এ তথ্য নিশ্চিত করেন।

আরও পড়ুন: ‘ওমিক্রন’ আক্রান্তদের যেসব উপসর্গ দেখা যায়

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, নভেম্বরে দক্ষিণ আফ্রিকা থেকে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ওমিক্রনে প্রথম একজন মারা গেল ব্রিটেনে।  

লন্ডনের একটি টিকাদান ক্লিনিক পরিদর্শনে গিয়ে বরিস জনসন বলেন, দুঃখজনকভাবে ওমিক্রন লোকজনকে হাসপাতালে ভর্তি হতে বাধ্য করছে। দেশে ওমিক্রনে আক্রান্ত একজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: করোনায় আরও ৩ জনের মৃত্যু

এই সংক্রমণ থেকে বাঁচতে মানুষজনের জন্য টিকার বুস্টার ডোজ নেওয়াই সবচেয়ে ভাল উপায় উল্লেখ করে জনসন বলেন, ওমিক্রনকে মৃদু ধরন ভাবা উচিত না।

এর আগে স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাভিদ বলেন, ইংল্যান্ডে প্রায় ১০ জন ওমিক্রনে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন: বাংলাদেশে ওমিক্রন শনাক্ত


সর্বশেষ সংবাদ