পেন্টাগনের আরও ৩ হাজার কর্মীর শরীরে করোনা, মৃত ২
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ০৪:৪৪ PM , আপডেট: ১৭ এপ্রিল ২০২০, ০৪:৪৪ PM
মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনের আরও ২ হাজার ৮৮৯ জন কর্মীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দফতরের মোট ৪ হাজার ৬৯৫ কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন।
তবে আগের দিনের তুলনায় এই সংখ্যা কিছুটা কম। প্রতিরক্ষা দফতরে এখন পর্যন্ত কমপক্ষে ৪ হাজার ৬৯৫ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে।
বিশ্বে ২১০টির বেশি দেশে আঘাত হেনেছে করোনাভাইরাস। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যায় সব দেশকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র।
অপরদিকে, যুক্তরাষ্ট্রের সবগুলো অঙ্গরাজ্যেই ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। তবে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিউইয়র্ক অঙ্গরাজ্যে।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৫৮ হাজার ২৬৩। অপরদিকে মারা গেছে ৩২ হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ২৯ হাজার ১১৪। অপরদিকে একদিনেই মারা গেছে ২ হাজার ২৪ জন।
এদিকে, সম্প্রতি মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের এক নাবিক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে শারীরিক জটিলতায় গত সোমবার তার মৃৃত্যু হয়েছে।
গত ৩০ মার্চ তিনি করোনাভাইরাসে আক্রান্ত হন। তবে এখনও পর্যন্ত ওই নাবিকের নাম বা তার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
করোনায় আক্রান্ত হওয়ার পর তাকে ওই রণতরী থেকে গুয়ামে অবস্থিত মার্কিন নৌঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে আইসোলেশনে রাখা হয়েছিল। ওই নাবিকের সঙ্গে আরও চার নাবিক আইসোলেশনে ছিলেন।
গত ৯ এপ্রিল ওই নাবিকের শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে স্থানীয় একটি হাসপাতালের ইন্টেন্সিভ কেয়ারে রাখা হয়। সেখানেই তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত রুজভেল্ট রণতরীর ৫৮৫ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। প্রায় ৪ হাজার ক্রু সদস্যকে ওই রণতরী থেকে সরিয়ে নেওয়া হয়েছে।