একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি, দুজনের মৃত্যু

  © ফাইল ছবি

মৌসুমের আগেই ডেঙ্গুর বিস্তারের মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৪৭ জন রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে, যা এবছর এক দিনের সর্বোচ্চ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি এই ১৪৭ জনের মধ্যে ১২৭ জন ঢাকার; বাকি ২০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে ঢাকা ও বরিশালে দুই ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

এ নিয়ে এ বছর সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ৭২০ জনে। তাদের ৭৯৮ জনই জুন মাসের প্রথম সাত দিনে আক্রান্ত হয়েছেন।

এ বছর সব মিলিয়ে ১৯ জনের মৃত্যু হয়েছে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, তাদের মধ্যে ৬ জন মারা গেলেন গত ৭ দিনে।

মে মাসে ১০৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জুনের শুরু থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে।

এর আগে মঙ্গলবার ৯৬ জন, সোমবার ১০১ জন, রোববার ৯৭ জন, শনিবার ১৪১ জন, শুক্রবার ৪ জন এবং বৃহস্পতিবার ১১২ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন।

বর্ষার আগেই বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা অন্যান্য বছরের চেয়ে এবার বেশি হওয়ায় সতর্ক হওয়ার পরামর্শ এসেছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে।

এ বছর যে দুই হাজার ৭২০ জন দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে এক হাজার ৯৯৭ জন ঢাকায় এবং ৭২৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হন। যে ১৯ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৫ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে চারজন মারা গেছেন।

বুধবার দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৪৮০ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪১১ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ৬৯ জন।

মাসের হিসাবে জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন এবং মে মাসে ১০৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এ বছর।

তাদের মধ্যে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন এবং মে মাসে দুজনের মৃত্যু হয়েছে।

এইডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে গত বছর ৬২ হাজার ৩৮২ জন রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রেকর্ড ২৮১ জনের মৃত্যু হয়।

এর আগে ২০১৯ সালে দেশের ৬৪ জেলায় এক লাখের বেশি মানুষ ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে গিয়েছিলেন, যা এ যাবৎকালের সর্বোচ্চ। সরকারি হিসাবে সে বছর মৃত্যু হয়েছিল ১৬৪ জনের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence