বাড়লো করোনা আক্রান্তের সংখ্যা

করোনা
করোনা  © টিডিসি ফটো

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হলো আরও ৬৭৮ জন নতুন রোগী আর মৃত্যু হয়েছে ১ জনের। ফলে, দেশে টানা চতুর্থ দিনের মতো বাড়ল করোনায় আক্রান্তের সংখ্যা।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ হাজার ৭৯৮ জনের। নতুন শনাক্ত রোগীদের মধ্যে ৫২৬ জনই ঢাকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৪ দশমিক ১৩ শতাংশ। যা আগের দিন ১৪ দশমিক ৭৩ শতাংশ ছিল ১৪ দশমিক ৭৩ শতাংশ। ফলে, দেশে মোট শনাক্ত রোগীদের সংখ্যা দাঁড়ালো ২০ লাখ ২০ হাজার ১৪৮ জনে। আর মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৪৬ জন।

আরও পড়ুন: স্কলারশিপ নিয়ে স্নাতক করুন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৯ জন এবং এখন পর্যন্ত মোট সুস্থ হলেন ১৯ লাখ ৬১ হাজার ৮১৯ জন। উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। আর প্রথম মৃত্যু হয় ২০২০ সালের ১৮ মার্চ।


সর্বশেষ সংবাদ