গোপালগঞ্জের জনগণকে ঘরে থাকার আহ্বান আসিফের

পুলিশ কন্ট্রোল রুম থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা
পুলিশ কন্ট্রোল রুম থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা  © সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘মার্চ টু গোপালগঞ্জ’ পদযাত্রায় দলটির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে সেখানে রাত ৮টা থেকে কারফিউ জারি করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত চলবে কারফিউ।

এদিকে জীবন-মৃত্যুর মত পরিস্থিতি না হলে সেখানকার সাধারণ জনগণকে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। একইসঙ্গে নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।  

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ আহ্বান জানান তিনি।

ফেসবুকে আসিফ মাহমুদ লেখেন, গোপালগঞ্জে কারফিউ জারি করা হয়েছে। জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে সাধারণ জনগণ কেউ ঘর থেকে বের হবেন না। সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে। নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাসীদের ভেঙে দেয়া হবে।

তিনি আরও লেখেন, পুলিশ কন্ট্রোল রুম থেকে সবকিছু মনিটরিং এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, যুব ও ক্রীড়া উপদেষ্টাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানগণ।

উল্লেখ্য, গোপালগঞ্জে এনসিপির সমাবেশ শেষে ফেরার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। দুপুর পৌনে তিনটার দিকে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনীকে রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়তে দেখা যায়। এছাড়া এনসিপি নেতাকর্মীদের গাড়িবহর লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপি নেতাদের নিয়ে পিছু হটতে দেখা যায়।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!