‘জুলাই সনদের পরই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে’

  © সংগৃহীত

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হবে জুলাই সনদ প্রণয়নের পরেই।

ইতালির জাতীয় সম্প্রচারমাধ্যম রাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা ও প্রাপ্ত সুপারিশের ভিত্তিতে একটি সম্মিলিত সমঝোতা দলিল হিসেবে ‘জুলাই সনদ’ প্রস্তুত করা হবে। এই সনদেই নির্বাচন আয়োজনের পথরেখা নির্ধারিত থাকবে।

তিনি বলেন, ‘দীর্ঘ একনায়কতান্ত্রিক শাসনের পর দেশে একটি স্বচ্ছ ও গণতান্ত্রিক নির্বাচন আয়োজন করা সহজ কাজ নয়। রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে যে রূপরেখা তৈরি হবে, তার পরেই ভোট অনুষ্ঠিত হবে। আশা করছি, ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা সম্ভব হবে।’

সাক্ষাৎকারে ড. ইউনূস আরও বলেন, ‘আওয়ামী লীগের দীর্ঘমেয়াদি দুঃশাসন এবং জুলাই মাসের ঐতিহাসিক অভ্যুত্থানের প্রেক্ষাপটেই বর্তমান পরিবর্তনের যাত্রা শুরু হয়। প্রায় দেড় হাজার নিরীহ মানুষের প্রাণহানির পর ফ্যাসিস্ট সরকার ক্ষমতা ছেড়ে পালিয়ে যায়। তখন ছাত্র আন্দোলনের ডাকে আমি দেশের দায়িত্ব গ্রহণ করি।’

তিনি জানান, ‘সাবেক সরকারের সময় দেশের সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছিল। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সেই বিপর্যয় কাটিয়ে ধ্বংসপ্রায় রাষ্ট্রকে পুনর্গঠনের কাজ করছে।’

সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা জানিয়ে ড. ইউনূস বলেন, তিনি ছিলেন শান্তির প্রতীক, যিনি রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ সমাধানে বরাবরই সোচ্চার ছিলেন। এ সময় ড. ইউনূস তার ‘তিন শূন্য তত্ত্ব’ — দারিদ্র্য শূন্যতা, বেকারত্ব শূন্যতা এবং কার্বন নিঃসরণ শূন্যতার কথা উল্লেখ করে বলেন, এই দর্শনই আগামীর পৃথিবীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence