লজ্জার রেকর্ড গড়ে রেলিগেশনে হামজার ক্লাব
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৬ PM , আপডেট: ২১ এপ্রিল ২০২৫, ০১:৫৬ PM

পতন অব্যাহতই থাকল এক সময়ের চ্যাম্পিয়ন লেস্টার সিটির । মৌসুমজুড়ে ছন্দহীন দলটি শেষমেশ প্রিমিয়ার লিগ থেকেই ছিটকে গেল। রোববার (২০ এপ্রিল) লিভারপুলের সঙ্গে ১-০ ব্যবধানের পরাজয়ে ৫ ম্যাচ বাকি থাকতেই দ্বিতীয় বিভাগে অবনমন নিশ্চিত হলো হামজা চৌধুরীর দলের।
৩৩ ম্যাচে কেবল ৪ জয় আর ৬ ড্রয়ের বিপরীতে ২৩টি ম্যাচেই হার দেখেছে তারা। সবমিলিয়ে দলটির পয়েন্ট ১৮। এতে সাউদাম্পটনের পর দ্বিতীয় দল হিসেবে ছিটকে গেল লেস্টার। তৃতীয় দল হিসেবে অবনমনের দ্বারপ্রান্তে ইপসউইচ সিটি।
প্রিমিয়ার লিগের ইতিহাসে পঞ্চমবারের মত অবনমন লেস্টারের। এর আগে, ১৯৯৪–৯৫, ২০০১–০২, ২০০৩–০৪ ও ২০২২–২৩ মৌসুমে নেমেছিল তারা। তাদের চেয়ে বেশি (৬ বার) কেবল নরউইচ সিটির অবনমন হয়েছে ।
লেস্টারের হয়ে একাদশে খুব একটা সুযোগ মিলছিল না হামজার। চলতি বছরের শুরুতেই ধারে তাকে দলে টেনেছিল শেফিল্ড ইউনাইটেড। তার বিদায়ে আরও বিপাকে পড়ে লেস্টার। একের পর এক হারে রীতিমত বিপর্যস্ত লেস্টার 'গোল' নাম চাঁদের দেখাই পাচ্ছিল না।
এদিকে শেফিল্ডের সামনে প্রিমিয়ার লিগে ফেরার সুযোগ রয়েছে। বর্তমানে চ্যাম্পিয়নশিপে তৃতীয় স্থানে তারা। সরাসরি প্রোমোশনের জন্য লিডস ও বার্নলির পিছনে থাকায় প্লে-অফই এখন ভরসা। এই পর্বে উত্তীর্ণ হলেই মিলবে প্রিমিয়ার লিগে ফেরার টিকিট।
অন্যদিকে হামজার ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। শেফিল্ড প্রোমোশন পেলে, সেখানেই স্থায়ী হয়ে যেতে পারেন তিনি। কিংবা নতুন কোন ক্লাবে তাকে দেখা যেতে পারে। ফলে, ভবিষ্যতে কোন ক্লাবের জার্সিতে লাল-সবুজের এই প্রতিনিধি মাঠ মাতাবেন, তা নিয়েই নানান প্রশ্ন রয়েছে।