লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমার প্রচারণা শুরু করলেন বুবলী

শবনম বুবলী
শবনম বুবলী  © সংগৃহীত

কয়েক বছর ধরে ঈদের সিনেমায় নিয়মিত শবনম বুবলী। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। এম রাহিম পরিচালিত নতুন সিনেমা ‘জংলি’ নিয়ে আসছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রচার-প্রচারণাও পুরোদমে শুরু হয়ে গেছে। তবে প্রচারণায় সবাইকে চমকে দিয়েছেন বুবলী। হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুঙ্গি পরে হাজির হয়েছেন তিনি।  

নিজের ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, হেই গাইজ, লুঙ্গি পরে ‘জংলি’ সিনেমা দেখতে গেলে কেমন হয়?

তার এই পোস্ট ঘিরে আলোচনার ঝড় উঠেছে। কেউ কেউ সমালোচনা করলেও অধিকাংশ দর্শক প্রশংসায় ভাসিয়েছেন নায়িকাকে। অনেকে ধারণা করছেন, এটি হয়তো সিনেমারই কোনো দৃশ্যের অংশ।  

বুবলী বলেন, আমি ভীষণ এক্সাইটেড। রাহিম ভাইয়ের সঙ্গে এটাই আমার প্রথম কাজ। আমি নিশ্চিত, দর্শক দারুণ কিছু পেতে যাচ্ছে। পোস্টার ও টিজারে রহস্যের আভাস পেয়েছে সবাই, সেটাই জিইয়ে থাকুক। আত্মবিশ্বাস নিয়ে বলতে পারি, ‘জংলি’ সিনেমার গল্প-প্রেজেন্টেশন একেবারেই অন্যরকম। দর্শক মুগ্ধ হবে।

এর আগে ‘টান’ সিনেমায় একসঙ্গে দেখা গেছে সিয়াম-বুবলীকে, তবে সেটি ছিল ওটিটির জন্য নির্মিত। এবারই প্রথম বড় পর্দায় জুটি হিসেবে আসছেন তারা।  

পরিচালক এম রাহিম বলেন, ‘জংলি’র গল্পের সঙ্গে সিয়ামের বিপরীতে বুবলীই বেশি মানানসই। সিয়াম-বুবলীসহ সবাই দারুণ অভিনয় করেছেন। আশা করি, ঈদে দর্শকদের জন্য দারুণ কিছু উপহার দিতে পারব।

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য ও বরেণ্য নির্মাতা কাজী হায়াৎ সিনেমাটি দেখে প্রশংসা করেছেন। তিনি বলেন, গল্পের লাইনআপ দুর্দান্ত লেগেছে। যারা অভিনয় করেছেন, তারাও ভালো করেছেন। এটি পুরো পরিবারের জন্য দেখার মতো ছবি। 

২০০৬ সালে টেলিভিশন সাংবাদিক হিসেবে ক্যারিয়ার শুরু করা বুবলী ২০১৬ সালে ‘বসগিরি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটান। শাকিব খানের সঙ্গে বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমা করার পর ধীরে ধীরে নিজস্ব অবস্থান গড়ে তুলেছেন তিনি। এখন তিনি নানা ধরণের চরিত্রে কাজ করে নিজেকে ভেঙে নতুনভাবে উপস্থাপন করতে চাইছেন। তারই অংশ হিসেবে এবারের ঈদে ‘জংলি’।  

বুবলীর ‘লুঙ্গি লুক’ দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ‘জংলি’ কতটা ঝড় তোলে ঈদের পর্দায়।


সর্বশেষ সংবাদ