আইইএলটিএস ও ক্যামব্রিজ পিয়ারসন পরীক্ষা বাতিল

  © ফাইল ফটো

করোনাভাইরাসের বিস্তার রোধে ব্রিটিশ কাউন্সিলের সকল কার্যক্রম আগামী ৫ এপ্রিল পর্যন্ত স্থগিত ঘোষণা করা হয়েছে। সেই সাথে আইইএলটিএস ও ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল পিয়ারসন পরীক্ষা বাতিল করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে ব্রিটিশ কাউন্সিলের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য জানা গেছে।

ফেসবুকের ওই পোস্টে বলা হয়েছে, করোনাভাইরাসের কারণে উদ্ভুদ পরিস্থিতিতে ব্রিটিশ কাউন্সিলের ঢাকাস্থ সব কারযক্রম ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া চট্টগ্রাম ও সিলেট শাখার কার্যক্রম আগামী ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। আইইএলটিএস পরীক্ষাসহ সমস্ত পরীক্ষা আগামী ৬ মে পর্যন্ত স্থগিত করা হয়েছে।

 


সর্বশেষ সংবাদ