জায়েদ-নিপুণের ভাগ্য নির্ধারণ আজ

জায়েদ-নিপুণ
জায়েদ-নিপুণ   © টিডিসি ফটো

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফডিসি) নির্বাচন সম্পন্ন হয়েছে দুই সপ্তাহের বেশি সময় আগে। কিন্তু সাধারণ সম্পাদক পদ নিয়ে ঝামেলা মিটছেই না। গতকাল রোববার শুনানি হওয়ার কথা থাকলেও এক দিন পিছিয়ে আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) নির্ধারণ করেছেন আদালত। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হবে কে হচ্ছেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক।

আরও পড়ুন: ভালোবাসা দিবসে সুন্দরবনকেও ভালোবাসুন

এ পদে প্রথমে চিত্রনায়ক জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হলেও পরে নিপুণ আক্তারকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক ঘোষণা করেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। জায়েদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তার প্রার্থিতা বাতিল করে বোর্ড।

নিজের পদ ফিরে পেতে এ নিয়ে হাইকোর্টে আবেদন করেন জায়েদ খান। ওই আবেদনের শুনানি নিয়ে আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। ফলে জায়েদ সাধারণ সম্পাদক পদ ফিরে পান। উচ্চ আদালতের এ আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেন নায়িকা নিপুণ আক্তার।

গত ৯ ফেব্রুয়ারি ওই আপিলের শুনানি নিয়ে জায়েদের সাধারণ সম্পাদক পদ বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশের ওপর স্থগিতাদেশ দেন চেম্বার বিচারপতি ওবায়দুল হাসান।

আদেশে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেন চেম্বার বিচারপতি। এ সময়ের মধ্যে জায়েদ-নিপুণ কেউ সাধারণ সম্পাদকের চেয়ারে বসতে পারবেন না মর্মেও জানানো হয়। এদিকে দেশের সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হওয়ায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদটি আপাতত শূন্য। 

সোমবার (১৪ ফেব্রুয়ারি) নিপুণের করা আপিলের ওপর শুনানির দিন ধার্য রয়েছে। সেখানেই চূড়ান্ত নিষ্পত্তি হতে পারে। ফলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে কে আসছেন, এ নিয়ে সবার চোখ এখন সুপ্রিম কোর্টের দিকে।

আরও পড়ুন: আগুনরঙের ফাগুন এলো সবুজের প্রান্তরে

ওইদিন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান বলেছিলেন, চেম্বার আদালতের আদেশের ফলে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পাদক পদে স্থিতাবস্থা (স্ট্যাটাসকো) থাকলো। এর মানে সম্পাদক হিসেবে কেউই দায়িত্ব পালন করতে পারবেন না।

এরই ধারাবাহিকতায় রোববার (১৩ ফেব্রুয়ারি) আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে নিপুণের আপিল আবেদনের ওপর শুনানির দিন ধার্য ছিল। নির্ধারিত দিনে শুনানি শুরু হলে নিপুণের আইনজীবী আপিল (সিপি) ফাইল করবেন বলে জানান। পরে শুনানি একদিন পিছিয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) দিন ঠিক করেন আদালত।

গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে জায়েদের বিরুদ্ধে ‘টাকা দিয়ে ভোট কেনা’সহ নির্বাচনকে প্রভাবিত করার অভিযোগ আনেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। ভোটের সাতদিন পর গত ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে জয়ী ঘোষণা করেন। এরপর থেকেই বিষয়টি ‘বেআইনি’ বলে দাবি করে আসছেন জায়েদ খান।


সর্বশেষ সংবাদ