চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন, সম্পাদক সাঈদ

চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন, সম্পাদক সাঈদ
চুয়েট সাংবাদিক সমিতির সভাপতি জিওন, সম্পাদক সাঈদ  © টিডিসি ফটো

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাংবাদিক সংগঠন চুয়েট সাংবাদিক সমিতির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। এতে ২০২২-২৩ কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক সমকাল প্রতিনিধি জিওন আহম্মেদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক প্রথম আলো সংবাদদাতা সাঈদ চৌধুরী। 

নতুন কমিটি গ্রহণ উপলক্ষে আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

সাংবাদিক সমিতির বিদায়ী সভাপতি মো. কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, গবেষণা ও সম্প্রাসরণ দপ্তরের পরিচালক  অধ্যাপক ড. রনজিৎ কুমার সূত্রধর, মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহাম্মদ, সেন্টার ফর এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ (সিইএসইআর)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. জি.এম. সাদিকুল ইসলাম।

মোহাম্মদ ফাহিম উদ্দিন ও জেরিন সুলতানার যৌথ সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন ছাত্রকল্যাণ উপ-পরিচালক জনাব এটিএম শাহজাহান, রাউজান-রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মো. আনোয়ার হোসেন শামীম, চুয়েট সাংবাদিক সমিতির অ্যালামনাই আল আমিন এবং ইমরান খান।

অনুষ্ঠানে চুয়েট সাংবাদিক সমিতির পতাকা উন্মোচন করা হয়। পরে বিদায়ী কমিটির সভাপতি মো. কামরুজ্জামান নতুন কমিটির সভাপতি জিওন আহমেদের হাতে সমিতির পতাকা তুলে দেন। পাশাপাশি  বিদায়ী কমিটির নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান ও নতুন কমিটির সবাইকে আইডি কার্ড পরিয়ে দেওয়া হয়। এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শোকাবহ ১৫ই আগস্টে শাহাদাতবরণকারী সকল শহিদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিবরবতা পালন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি  চুয়েটনিউজ২৪.কম এর সহ-সম্পাদক আল আমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের চুয়েট প্রতিনিধি মো. গোলাম রব্বানী , অফিস সম্পাদক সাম্প্রতিক দেশকাল প্রতিনিধি নাজমুল হাসান ফাহাদ, অর্থ সম্পাদক দৈনিক যায়যায়দিন প্রতিনিধি তাসনিয়া মাসিয়াত, আইসিটি সম্পাদক চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি মুহাম্মদ ফাহিম উদ্দিন, সহকারি অফিস সম্পাদক  চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি জেরিন সুলতানা এবং সহকারি অর্থ সম্পাদক  চুয়েটনিউজ২৪.কম প্রতিনিধি তানভির আহম্মেদ চৌধুরী। 

উল্লেখ্য, গত ৬ জুন চুয়েট সাংবাদিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে পোলিং অফিসার হিসেবে উপস্থিত ছিলেন সমিতির মডারেটর ও মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আব্দুর রহমান।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence