চুয়েটে প্রথম বর্ষের ক্লাস শুরু ৩ মার্চ

 চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

আগামী ৩ মার্চ থেকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের সশরীরে ক্লাস শুরু হচ্ছে।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ তথ্য জানান চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

তিনি বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় আগামী ৩ মার্চ থেকে আমাদের স্নাতক প্রথম বর্ষের শিক্ষা কার্যক্রম শুরু করা হবে। ওইদিন থেকে শিক্ষার্থীদের সশরীরে পাঠদান শুরু হবে। শিগগিরই এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: বিইউপিতে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করা প্রসঙ্গে তিনি আরও বলেন, এ বিষয়ে আমাদের কোনো আলোচনা হয়। প্রকৌশল গুচ্ছভুক্ত বাকি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে বসে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। শিগগিরিই এই বৈঠক অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

এর আগে গত বছরের ১৩ নভেম্বর প্রথমবারের মতো তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ‘ক’ গ্রুপে মোট ২২ হাজার ৬১০ জন এবং ‘খ’ গ্রুপে মোট তিন হাজার ৩৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ