শাবিপ্রবির ১৪৩৮ শিক্ষার্থীর করোনার দ্বিতীয় ডোজ সম্পন্ন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মেডিকেল সেন্টার থেকে টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৪৩৮ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার শেষ দিন ছিল মঙ্গলবার (১১ জানুয়ারি)। আজ টিকা নিয়েছেন ৫৬৪ শিক্ষার্থী।

তবে প্রথম ডোজ নেওয়া দুই হাজার ৩৪ শিক্ষার্থীর মধ্যে ১৪৩৮ জন ছাড়া বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দ্বিতীয় ডোজ নিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. মো. কবির হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দরভাবে টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ কার্যক্রম শেষ হয়েছে। শিক্ষার্থীদের কোনো ধরনের ভোগান্তি পোহাতে হয়নি। এজন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

তিনি আরো বলেন, বুস্টার ডোজ দেওয়ার বিষয়ে আরও কয়েকমাস পর সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, গত ১৬ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।