সমাবর্তনে অধ্যাপক মিরাজের নামে স্বর্ণপদক প্রদানের আগ্রহ শাবি ভিসির

শাবিপ্রবির গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন সভা
শাবিপ্রবির গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন সভা  © টিডিসি ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) গণিত বিভাগের প্রতিষ্ঠাকালীন বিভাগীয় প্রধান প্রয়াত অধ্যাপক ড. মিরাজ উদ্দিন মন্ডলকে চিরস্মরণীয় করতে সমাবর্তনে তার নামে গোল্ড মেডেল প্রদানের আগ্রহ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ কাজে গণিত বিভাগ ও প্রয়াতের পরিবারের পক্ষ থেকে ফান্ড রেইজ করে একটি ট্রাস্ট (ফান্ড) গঠন করার আহ্বান জানিয়েছেন তিনি।

রবিবার (২২ আগস্ট) সাড়ে ৭টায় অধ্যাপক ড. মিরাজ উদ্দিন মন্ডলের স্মরণে গণিত বিভাগ কর্তৃক আয়োজিত অনলাইন সভায় এমন আগ্রহ প্রকাশ করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

স্মরণ সভায় গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. গোলাম আলী হায়দার চৌধুরীর সভাপতিত্বে এবং অধ্যাপক ড. কাউছারী সুলতানা ও অধ্যাপক ড. চন্দ্রানী নাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, গণিত বিভাগের ভিত্তি দাঁড় করেছিলেন অধ্যাপক ড. মিরাজ উদ্দিন মন্ডল। যার শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আজকের গণিত বিভাগের অগ্রগতি হচ্ছে। বিভাগের নিজস্ব স্বকীয়তা নিয়ে দাঁড়িয়ে থাকার পিছনে অধ্যাপক মন্ডলের অবদান অনস্বীকার্য। তার হাত ধরে এ বিভাগ থেকে অনেক গ্রাজুয়েট বের হয়েছেন। বর্তমানে এ বিভাগে অনেক ভালো শিক্ষক আছেন, শিক্ষার্থীরা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছেন।

তিনি বলেন, অধ্যাপক মিরাজ উদ্দিন মন্ডলকে চিরস্মরণীয় করে রাখতে আমি গণিত বিভাগকে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও ওনার পরিবারের পক্ষ থেকে ফান্ড রেইজ করে একটি ট্রাস্টফান্ড গঠন করার জন্য আহ্বান জানাই। যার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে অনার্স ও মাস্টার্সের মেধাবী ছাত্রদেরকে অধ্যাপক মন্ডলের নামে গোল্ড মেডেল প্রদান করা হবে। পাশাপাশি বিভাগ ও এলামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে লেকচার সিরিজ ও স্মারকগ্রন্থ প্রকাশ করার আহ্বান জানিয়ে এ ধরণের সকল কাজে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ও শাবিপ্রবি গণিত বিভাগের অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শাবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ভৌত বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রাশেদ তালুকদার উপস্থিত ছিলেন।

এছাড়া অন্যান্যদের মাঝে আলোচনা সভায় পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. কবীর হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আবু সালেহ আবদুন নুর, বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. নুরুল আলম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শওকত আলী, শাবিপ্রবি গণিত বিভাগের অধ্যাপক ড. সাজেদুল করিম, অধ্যাপক ড. আশরাফ উদ্দিন, গণিত অ্যালাইমনাই এর সভাপতি অধ্যাপক শাহ নুর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সাইফুল ইসলাম, অধ্যাপক ড. মিরাজ মণ্ডলের ছেলে রনি মিরাজ, ফাহিম মিরাজ প্রমুখ বক্তব্য রাখেন।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence