ইউএসটিএমের ইমিরেটাস অধ্যাপক হলেন আবদুল মান্নান

  © টিডিসি ফটো

ভারতের মেঘালয়ে অবস্থিত ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির (ইউএসটিএম) ইমিরেটাস অধ্যাপক হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান হলেন অধ্যাপক আবদুল মান্নান। সম্প্রতি অধ্যাপক মান্নানকে চিঠি পাঠিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ইউএসটিএম কর্তৃপক্ষ।

বিষয়টি দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করে অধ্যাপক আবদুল মান্নান বলেন, সেমিনার ও কনফারেন্সে অতিথি হিসেবে বেশ কয়েকবার যাওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। খুব সুন্দর পরিবেশে প্রায় ৪০০ একর জমির ওপর গড়ে তোলা হয়েছে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটি। তারা কয়েক মাস আগে অনুমতি চেয়ে আমার মতামত জানতে চায়। আমি আর্থিক কোনো সম্মানী না গ্রহণের শর্তে তাদের কনফার্ম করেছি। প্রতি বছর বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশে তিন-চারটি লেকচার দেয়ার পরিকল্পনা রয়েছে।

বর্তমানে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) পাঠদান দিচ্ছেন অধ্যাপক আবদুল মান্নান। ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইউজিসির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। এর আগে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্যবসা ও অর্থনীতি অনুষদের অধ্যাপক ও ডিন হিসেবেও দায়িত্ব পালন করেন এ অধ্যাপক।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য, জাতীয় শিক্ষা নীতি নির্ধারণ কমিটির সদস্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সদস্য, কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্য ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির আজীবন সদস্য।

আবদুল মান্নান ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৯৭৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগ দেন আবদুল মান্নান।


সর্বশেষ সংবাদ