মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
- মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ মে ২০২৫, ০৩:২০ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:১০ PM

দেশের ৩৭তম পাবলিক ও দেশের প্রথম মেরিটাইম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ২০২৪-২৫ সেশনের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (৪ মে) ঢাকার মিরপুরস্থ শহীদ মোয়াজ্জেম হলে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির সাথে নবীন শিক্ষার্থীদের যোগসূত্র স্থাপনের লক্ষ্যে প্রতিবছর এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। একাডেমিক ও বিশ্ববিদ্যালয়ের নিয়ম-কানুন, মূল্যবোধ, সুযোগ-সুবিধা ও বিশ্ববিদ্যালয়কে পরিচয় করিয়ে দেওয়া হয় এই অনুষ্ঠানে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিনবৃন্দ সহ শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের মাধ্যমে ওরিয়েন্টেশন কিট প্রদান করে মূল অনুষ্ঠান শুরু হয়। এ সময় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রোমো ভিডিও ও স্লাইড শো প্রদর্শন করা হয়। পরবর্তী সময়ে প্রাক্তন শিক্ষার্থীরা ও উপাচার্য মহোদয় তার বক্তব্য দেন। এ ছাড়া প্রক্টরিয়াল বিধি ও বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে আলোচনা করা হয়।
এ সময় সব নবীন শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী বলেন, ‘দেশের উচ্চমাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের মধ্যে ৫ শতাংশ শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পায়, তার মধ্যে মেরিটাইম ইউনিভার্সিটিতে প্রতিটি সিটের বিপরীতে প্রায় ৮৫ জন পরীক্ষা দিয়ে তোমরা এই বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছো। নিঃসন্দেহে তোমরা মেধাবী। উদ্ভাবনের কেন্দ্র হিসেবে বিশ্ববিদ্যালয়কে গড়ে তোলার জন্য সকল নবীন শিক্ষার্থীকে এগিয়ে আসতে হবে।’
উল্লেখ্য, প্রতিবছর বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে ৪টি অনুষদের অধিনে ৫টি বিভাগে মোট ২০০জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পান। এবছর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ের এলএলবি (অনার্স) ইন মেরিটাইম ল ৭ম ব্যাচ, বিবিএ (অনার্স) ইন পোর্ট ম্যানেজমেন্ট অ্যান্ড লজিস্টিকস ৭ম ব্যাচ, বিএসসি (অনার্স) ইন ওশানোগ্রাফি ৯ম ব্যাচ, বিএসসি (অনার্স) ইন মেরিন ফিশারিজ ৬ষ্ঠ ব্যাচ, বিএসসি (অনার্স) ইন নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং ৮ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হলো