শিক্ষকদের মধ্যে শাবিপ্রবি প্রশাসনের ফ্রি কোরআন বিতরণ
- শাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ১৬ মার্চ ২০২৫, ০১:৫৩ PM

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে ফ্রি কোরআন বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কোরআন বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন সিলেটের মরহুম আবদুন নূর ফাউন্ডেশন।
আজ রবিবার (১৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ভবনের অডিটরিয়ামে কোরআন বিতরণ করা হয়। এ সময় আবদুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন। এ ছাড়া উপস্থিত ছিলেন শাবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল ইসলাম ও গোবিন্দগঞ্জ ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানি।
অনুষ্ঠানে ২০ জন শিক্ষক, ২০ জন কর্মকর্তা ও ২০ জন শিক্ষার্থীসহ মোট ৬০ কপি কোরআন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের জীবনে অন্যন্য শিক্ষার পাশাপাশি কোরআন একটি মৌলিক শিক্ষা। কোরআনের শিক্ষা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্ম নিরপেক্ষতাবাদ এসবের বিপরীতে কোরআন একটি পূর্ণাঙ্গ মতবাদ।’ এ সময় উপস্থিত সবাইকে কোরআন অর্থসহ পড়া এবং বোঝার আহ্বান জানান তিনি।