২২ দিনের ছুটিতে যাচ্ছে জাবিপ্রবি

  © টিডিসি সম্পাদিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, পবিত্র শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে ২২ দিনের ছুটি ঘোষণা করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা, পবিত্র মাহে রমজান, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, জুমাতুল বিদা, পবিত্র শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর এর ছুটি উপলক্ষ্যে ১৬ মার্চ, রবিবার হতে ৭ এপ্রিল, সোমবার বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা এবং ১৯ মার্চ, বুধবার ৭ এপ্রিল অফিসসমূহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ইন্টারনেট এবং নিরাপত্তা ব্যবস্থা চালু থাকবে। উক্ত ছুটি শেষে আগামী ৮ এপ্রিল, মঙ্গলবার হতে যথারীতি পূর্বের নিয়মে একাডেমিক এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে।


সর্বশেষ সংবাদ