পরীক্ষায় নকল করে চার টার্ম বহিষ্কৃত হলেন বুয়েট ছাত্র
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২১ PM

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টার্ম ফাইনাল পরীক্ষায় নকল করার দায়ে এক শিক্ষার্থীকে চার টার্ম বহিষ্কার করা হয়েছে। রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অফিস থেকে এক নোটিশে এ তথ্য জানানো হয়েছে। তবে ওই পরীক্ষার্থীর নাম ও বিভাগের পরিচয় জানানো হয়নি।
বুয়েটের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আতাউর রহমান স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়েছে, চলমান টার্ম ফাইনাল পরীক্ষায় একজন শিক্ষার্থী পরীক্ষার হলে নকলসহ ধরা পড়েছে। পরবর্তীতে বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন কমিটি তাকে নিম্নলিখিত শাস্তি প্রদান করেছে।
তাকে দেয়া শাস্তির মধ্যে রয়েছে- ওই শিক্ষার্থীর চলতি টার্মের সকল পরীক্ষা বাতিল (এফ গ্রেড) করা হলো; ওই শিক্ষার্থীকে চলতি টার্মসহ পরবর্তী ৩ টার্মের (মোট ৪ টার্ম) জন্য একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কার করা হলো।
নোটিশে বলা হয়, বুয়েটের সকল শিক্ষার্থীকে এ বিষয়টি অবহিত করা হলো। সেই সাথে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের শাস্তিসমূহ ভালো করে জেনে নেওয়ার ও সতর্ক হওয়ার জন্য পরামর্শ দেয়া হলো।