মহানবীকে কটূক্তিকারীর শাস্তির দাবিতে গোবিপ্রবিতে বিক্ষোভ
- গোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ PM , আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫৬ PM

আল্লাহ ও মহানবীকে নিয়ে কটূক্তি করায় রাখাল রাহা, সোহেল হাসান গালিব এবং র্যাব কর্মকর্তা আলেপ উদ্দিন দ্বারা মুসলিম বোনকে ধর্ষণকারী সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।
আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) জুম্মার নামাজ শেষে মসজিদ চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আল্লাহ রাসুলের অপমান, সইবে নারে মুসলমান’, ‘দুনিয়ার মুসলিম , এক হও এক হও’, ‘বদরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার’,‘নাস্তিকদের আমড়া, তুলে নিব আমরা’,‘বাংলার মাটিতে, নাস্তিকের ঠাঁই নাই’, ‘নাস্তিকের বিচার, করতে হবে করতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে পদার্থবিজ্ঞান বিভাগের ১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু রায়হান বলেন, ‘আমরা সবাই জানি কুরআন ও রসূল (স.) কে নিয়ে কটূক্তি করা একটি সাধারণ বিষয় হয়ে দাড়িয়েছে। কিছুদিন আগে আমরা দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রাসুলকে অবমাননা করা হলো। আমরা দেখেছি এই সকল কাজের কোনো বিচার হয় না। বিচার না হওয়ায় এই সকল কাজ বারবার করার সাহস দেখাচ্ছে তারা।’
তিনি রসুলকে নিয়ে কটূক্তি করার অভিযোগ এনে রাখাল রাহা ও সোহেল হাসানের সর্বোচ্চ শান্তি দাবি করে তিনি বলেন, ‘তিনি পাঠ্যপুস্তক সংস্কার কমিশনে ছিলেন। যে নিজেই একজন ইসলাম বিদ্বেষী সে আমাদের কি শিক্ষা দিবে। এই ইসলাম বিদ্বেষীকে অবশ্যই ফাঁসির কাষ্ঠে ঝুলাতে হবে। আরেক নাস্তিক সোহেল হাসান সেও আমাদের নবীকে নিয়ে কটূক্তি করে, তার-ও বিচার করতে হবে।’
র্যাবের কর্মকর্তা আলেপ উদ্দিনের বিচার দাবি করে তিনি বলেন, ‘সে আমাদের এক মুসলিম বোনকে জোর করে ধর্ষণ করেছে। সে কীভাবে র্যাবে থাকতে পারে। তাকেও অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে।’