হাবিপ্রবিতে শেখ মুজিব-হাসিনার ম্যুরাল ও নামফলক ভাঙচুর

  © টিডিসি ফটো

শেখ মুজিব পরিবারের নামে থাকা ম্যুরাল ও নামফলক ভেঙ্গে মুছে দিয়েছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবনের সামনে পূর্বঘোষণা অনুযায়ী জড়ো হয় শিক্ষার্থীরা। 

এসময় তারা হাতুড়ি, শাবল দিয়ে শেখ মুজিবের ম্যুরাল ও নামফলক ভাঙচুর করে। এরপর বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ ভবন এবং দশতলা ভবনের নৌকার আদলে তৈরি নামফলক ভেঙে দেয় তারা। এছাড়াও শেখ পরিবারের সদস্যদের নামে থাকা ক্যাম্পাসের অন্যান্য নামফলকে ভাঙচুর চালায় তারা। 

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো: সুজন ইসলাম বলেন, মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে দেশে প্রথম শেখ মুজিব আর তারপর তার কন্যা শেখ হাসিনা দেশকে স্বৈরশাসন উপহার দেয়। দেশে মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে শেখ পরিবার যে দুঃশাসন চালিয়েছে এবং পলাতক হাসিনা জুলাই বিপ্লবে যত ছাত্র-জনতা হত্যা করেছে তারপর তাদের নামে বিশ্ববিদ্যালয়ে কোন স্থাপনা, ফলক থাকতে পারেনা। 

ভাঙচুরে ক্যাম্পাসের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক ও সাধারণ শিক্ষার্থীরা অংশ নেয়।


সর্বশেষ সংবাদ