শিবির সন্দেহে ৩ শিক্ষার্থীকে পুলিশে দিল ছাত্রলীগ

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ইসলামী ছাত্রশিবির রাজনীতির সাথে জড়িত সন্দেহে তিন শিক্ষার্থীকে আটক করে পুলিশে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।  এ ঘটনায় বুধবার রাতে আটককৃতদের বিরুদ্ধে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সম্পাদক মো. রাকিবুল ইসলাম বাদী হয়ে দুমকি থানায় একটি মামলা করেছেন।

আটককৃতরা হলেন- কৃষি অনুষদের কৃষি রসায়ণ বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আখতারুল ইসলাম, মাৎস্যবিজ্ঞান অনুষদের ৬ষ্ঠ সেমিস্টারের ইমরুল হাসান ও একই অনুষদের ৮ম সেমিস্টারের ছাত্র সামিউল ইসলাম। 

মামলার বিবরণে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের টিএসসি ভবনের সামনে মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রশিবিরের ওই তিন নেতাসহ অজ্ঞাত ১০-১৫ জন পেট্রলবোমা, ককটেল, লোহার রড ও দেশীয় অস্ত্র নিয়ে ক্যাম্পাসে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া দিলে কয়েকজন দৌঁড়ে পালিয়ে গেলেও ধরা পড়ে ছাত্রশিবির নেতা আখতারুল, ইমরুল ও সামিউল।

দুমকি থানার ওসি মো. মনিরুজ্জামান মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতার তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।


সর্বশেষ সংবাদ