গবেষণা প্রকল্পে ৬৮ লক্ষ টাকা অনুদান পাচ্ছেন হাবিপ্রবির ৪৪ শিক্ষক

হাবিপ্রবি
হাবিপ্রবি  © ফাইল ছবি

গবেষণা প্রকল্পে ৬৮ লক্ষ টাকা অনুদান পাচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ৪৪ জন শিক্ষক। ২০২৩-২৪ অর্থবছরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের গবেষণা প্রকল্পে এই অনুদান পেতে যাচ্ছেন শিক্ষকরা। রবিবার (২৪ ডিসেম্বর) অনুদানের জন্য মনোনীত একাধিক শিক্ষক বিষয়টি জানান। এর পূর্বে গত ১৮ ডিসেম্বর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বিদ্যুৎ চন্দ্র আইচ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়। 

২০২৩-২৪ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি কর্মসূচির আওতায় গবেষকদের ৬৯৬টি বিশেষ গবেষণা প্রকল্প স্থান পেয়েছে। তার মধ্যে  ২২ টি গবেষণা প্রকল্পের আওতায়  প্রধান গবেষক হিসেবে ২২ জন শিক্ষক ও তাঁদের আওতাধীন প্রকল্পের সহকারী হিসেবে ২২ জন শিক্ষক স্থান পেয়েছেন। শিক্ষকদের মধ্যে গবেষণা অনুদানে সর্বোচ্চ বরাদ্দ (৪ লক্ষ  টাকা) পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক এবং ইসিই  বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন।

আরও পড়ুন: মেডিকেল ভর্তিতে জেলা কোটা বাতিল 

হাবিপ্রবি থেকে নির্বাচিত প্রধান গবেষকরা  হলেন, এন্টোমোলজি বিভাগের অধ্যাপক মো. নিজাম উদ্দিন, একই বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো আব্দুল আলিম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আতিকুল ইসলাম, এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সরকার, ইন্সটিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) অধ্যাপক মো. আলমগীর হোসেন, এনিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের অধ্যাপক ড. উম্মে সালমা, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের অধ্যাপক মো. আরিফুজ্জামান, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং  বিভাগের অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ড্রাস্টিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহা নুর কাবির, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের গ্রেড-১ অধ্যাপক  ড. মো. সাহাদাৎ হোসেন খান, একই বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সুলতান মাহমুদ, বায়েকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক মো. আজিজুল হক, হর্টিকালচার বিভাগের অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদার, একই বিভাগের অধ্যাপক ড. মো. তারিকুল ইসলাম এবং সহযোগী অধ্যাপক মো. হাসানুল রহমান, ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের অধ্যাপক মো. হাফিজুর রহমান হাফিজ, একই বিভাগের  অধ্যাপক ড. আবু খায়ের মো. মুক্তাদিরুল বারি চৌধুরী এবং সহযোগী অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম, মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. খালেদ হোসেন, ফুড প্রসেসিং অ্যান্ড  প্রিজার্ভেশন বিভাগের অধ্যাপক এসএম কামরুল হাসান এবং জেনেটিক্স অ্যান্ড অ্যানিমেল ব্রিডিং বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদুল ইসলাম।

এছাড়া ও সহকারী গবেষক হিসেবে আছেন, এন্টোমোলজি বিভাগের অধ্যাপক মো.আদনান আল বাচ্চু, একই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছা.আরিফুন্নাহার, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন, এগ্রোনমি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শামস্ শায়লা ইসলাম, একই বিভাগের সহযোগী অধ্যাপক মোছা. মহসিনা আক্তার,ইন্সটিটিউট অফ রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) অধ্যাপক হাসান ফুয়াদ ইআই তাজ, এনিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের প্রভাষক ড. মো. আহসান হাবীব, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং বিভাগের সহকারী অধ্যাপক মোছা. তানজিনা শাহানাজ তুরিন, ইলেকট্রনিকস অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং  বিভাগের প্রভাষক মো. সেলিম  হোসেন, এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ড্রাস্টিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. শাহা নুর কাবির, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো.মেহেদী আলম,একই বিভাগের অধ্যাপক শাহ্ মঈনুর রহমান এবং প্রভাষক মো. রায়হানুল হক, ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল মোমিন শেখ , হর্টিকালচার  প্রভাষক মো. আতিকুর রহমান, ক্রপ ফিজিওলজি অ্যান্ড ইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত কুমার প্রামানিক, একই বিভাগের  অধ্যাপক ড. মো.আবু হাসান,মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাজমি আরা রুমি, ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজার্ভেশন বিভাগের সহযোগী  অধ্যাপক মো.মুর্তজা কামাল এবং অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের সহকারী অধ্যাপক ড. সাব্বির হোসেন সবুজ, এগ্রোফরেস্ট্রি অ্যান্ড ইনভাইরনমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শোয়েবুর রহমান এবং রসায়ন বিভাগের অধ্যাপক ড.  মো. শামসুজ্জোহা।

প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে ‘বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক প্রকল্পের গবেষণার জন্য ১৯৭৭-৭৮ অর্থবছর থেকে বিশেষ গবেষণা অনুদান দেওয়ার কার্যক্রম শুরু হয়।


সর্বশেষ সংবাদ