তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার বিষয়ে যা জানা গেল

গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়
গুচ্ছভুক্ত তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয়  © ফাইল ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের একক ভর্তি পরীক্ষা আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। ফলে বড় বিশ্ববিদ্যালয়গুলো আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার পাশাপাশি কয়েকটি গুচ্ছ থাকতে পারে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বাদে অন্য তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবার একটি গুচ্ছে পরীক্ষা নিতে পারে বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সপ্তাহে সভা করে এ বিষয়ে প্রাথমিক সিদ্ধান্তে আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম আজ মঙ্গলবার (৫ নভেম্বর) দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ বিষয়ে বলেন, ‘ভর্তি পরীক্ষার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগামী সপ্তাহে সভা হতে পারে। এরপর এ বিষয়ে বলা যাবে।’

আরো পড়ুন: কৃষি গুচ্ছে না থাকার পক্ষে শিক্ষকরা, যা বলছে কর্তৃপক্ষ

এদিকে বুয়েটের চলতি বছরের ভর্তি পরীক্ষার বিষয়ে শিগগির সিদ্ধান্ত আসতে পরে আগামী সপ্তাহে। রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফোরকান উদ্দিন জানিয়েছেন, সিন্ডিকেটের সভা আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। সেখানে ভর্তি পরীক্ষার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষা আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে পারে। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা দিয়ে শুরু হবে ভর্তিযুদ্ধ। এরপর ২৪ ফেব্রুয়ারি বিজ্ঞান, বাণিজ্য ১ মার্চ এবং ২ মার্চ চারুকলা অনুষদের পরীক্ষা হতে পারে। বিশ্ববিদ্যালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।


সর্বশেষ সংবাদ