পাবিপ্রবিতে ফুটবলে চ্যাম্পিয়ন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ

  © সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা- ২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং রানারআপ হয়েছে তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল  বিভাগ(ইইই)।

সোমবার  (৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের  শরীরচর্চা বিভাগের উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্টে খেলার প্রথমার্ধে দুই দল কোন গোলের দেখা না পেলেও খেলার  দ্বিতীয়ার্ধের ৫ মিনিটের মাথায় বনি আমিনের করা আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই)বিভাগ অপর দিকে ২৫ মিনিটের মাথায় ডি-বক্সের ভিতরে করা ফাউলে পেনাল্টি পায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ সুযোগ কাজে লাগিয়ে দলকে  ১-১ খোলের সমতায় ফেরায় উৎসব কুমার দাস। তারপর ম্যাচটিতে আর কোনো গোলের দেখা পায়নি কোনো দল। ফলে ১-১ গোলে ম্যাচটি ড্র হলে খেলা গড়ায় টাইব্রেকারে। পরে টাইব্রেকারে ৪-৩ গোলে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ।

সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন এবং সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রক্টর ড. মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা ড. নাজমুল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন বলেন - বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার পাশাপাশি অন্যান্য কর্মকান্ড ও সংগঠনের সাথে জড়িত থাকতে হবে। সবার প্রতি শ্রদ্ধা বোধ দেখাতে হবে। খেলাধুলার মাধ্যমেই নিয়মনুবর্তিতা শেখা যায়।

তিনি আরো বলেন খেলা হলো একটা ইভেন্ট ,জীবনে আরো অনেক ইভেন্ট আসবে সবগুলোকে জয় করে আসতে  হবে। তিনি টুর্নামেন্টের আয়োজক কমিটি এবং এর সাথে জড়িত সবাইকে ধন্যবাদ জানন প্রতিবছরে এধরনের টুর্নামেন্ট হোক বলে আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টে সেরা গোলরক্ষক হয়েছেন সিভিল বিভাগের শিক্ষার্থী মো. উৎসব কুমার দাস, ম্যান অফ দ্য টুর্নমেন্ট নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী হাসিবুল হাসান সান্ত এবং এই টুর্নামেন্টে সর্বোচ্চ গোল দাতা হয়েছেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী তানভির হাসান শান্ত ।


সর্বশেষ সংবাদ