বশেমুরবিপ্রবিতে ছাত্র মারধরের পর সিসি ক্যামেরার ফুটেজ উধাও
- বশেমুরবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৭:২২ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৩, ০৭:২৯ PM
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলের বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন করা হলেও প্রয়োজনীয় সময়ে মিলে না ফুটেজ।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৬ নভেম্বর দুপুর ১.৩০ এর দিকে শেখ রাসেল হলের ৩০৩ নং রুমে আটকে রেখে ফিসারিজ এন্ড মেরিন বায়োসাইন্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মো. সাজ্জাদ হোসেনকে মারধরের ঘটনা ঘটে। হলের মধ্যে সবকিছু ঘটা সত্ত্বেও মেলেনি তার কোন সিসিটিভি ফুটেজ। এছাড়া, গত আগষ্ট মাসের ২৩ তারিখে হল থেকে আবাসিক এক শিক্ষার্থীর ল্যাপটপ চুরি হলেও সেই ঘটনারও মেলেনি কোন সিসিটিভির ফুটেজ।
আরও পড়ুন: জাবিতে শিক্ষিকার পদোন্নতি পত্রে মিথ্যা তথ্যের অভিযোগ, যাচাই কমিটি গঠন
এই ঘটনায় অবশ্য যান্ত্রিক সমস্যাকেই দায়ী করছে হল প্রশাসন।
শেখ রাসেল হলের প্রভোস্ট এমদাদুল হক জানান, অন্যান্য সব সময় ফুটেজ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সবাই দেখেছে আমরা টেকনিক্যাল কারনেই পায়নি। ৫ তারিখ পর্যন্ত ফুটেজ আছে ৬ তারিখ থেকে কারিগরী ত্রুটির জন্য মারধরের ফুটেজটি পাওয়া যায়নি।