নোবিপ্রবিতে ‘এনএসটিউ সোসাইটি ফর ডিসএবিলিটিস’ এর আত্মপ্রকাশ
- নোবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যে ‘এনএসটিউ সোসাইটি ফর ডিসএবিলিটিস’ নামের একটি নতুন সোসাইটি আত্মপ্রকাশ করেছে। এতে প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হয়েছেন বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফারজানা রহমান এবং সদস্য সচিব হয়েছেন একই বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরেক শিক্ষার্থী মো. ইয়াসিন হোসাইন।
আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সংগঠনটির নির্বাচিত ৫ জন উপদেষ্টামন্ডলী আগামী ০৬ মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন।
সংগঠনটির উপদেষ্টা মণ্ডলীতে আছেন মাইক্রোবায়োলজী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফিরোজ আহমেদ, শিক্ষা বিভাগের সহকারি অধ্যাপক ফাতেমা বেগম পপি, সমাজবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক সৈয়দানি রিয়াদ ফাতেমা,পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক সজীব আহমেদ এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের প্রভাষক তাসনীম আলম।
এছাড়া সংগঠনটির আহবায়ক কমিটিতে যুগ্ম আহ্বায়ক পদে নির্বাচিত করা হয় অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সুমাইয়া শামস এবং কম্পিউটার সায়েন্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আনোয়ার মারুফকে।
আরও পড়ুন: ফের ঢাবিমুখী ছাত্রদল, এগুচ্ছে খণ্ড কর্মসূচীতে
এছাড়া সদস্য হিসেবে রয়েছেন টুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের শিক্ষার্থী কান্তা রায় তমা, ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী আফসানা মাহমুদা ভূঁইয়া এবং বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফাতিমা জান্নাত রিন্তি, জিগার ইবনে কাদের ও রেদুয়ানুল ইসলাম।
নবগঠিত কমিটির আহ্বায়ক ফারজানা রহমান বলেন, শিক্ষা, সচেতনতা ও স্বনির্ভরতা এই শ্লোগানকে অন্তরে ধারণ করে, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সমাজ ও রাষ্ট্রের প্রতি মহান দায়িত্বের অংশ হিসেবে, প্রতিবন্ধী/ বিশেষচাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর বিষয়ে জনসচেতনতা সৃষ্টি এবং তাদের যেকোন সমস্যা সমাধানের প্রধান দুটি লক্ষ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মহোদয়ের দোয়া ও ভালোবাসাকে সঙ্গী করে আমাদের এই প্রাণের সংগঠন ‘এনএসটিউ সোসাইটি ফর ডিসএবিলিটিস’ এর যাত্রা শুরু হয়।
তিনি আরও জানান, আমি অত্যন্ত আনন্দিত এই সংগঠনের নেতৃত্বে আসতে পেরে। সবার দোয়া, ভালোবাসা ও সহযোগিতা নিয়ে এই সংগঠনটিকে অনেকদূর এগিয়ে নিয়ে যাব।