পাবিপ্রবিতে ময়নামতি ছাত্রকল্যাণ সমিতির নেতৃত্বে সাব্বির-ওমর ফারুক
- পাবিপ্রবি প্রতিনিধি
- প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ PM , আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৩, ০৭:২১ PM
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) অধ্যয়নরত কুমিল্লা ও চাঁদপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ময়নামতি ছাত্রকল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম সাব্বির সভাপতি এবং আই.সি.ই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী উমর ফারুককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
শনিবার (১৬সেপ্টেম্বর ) সংগঠনটির প্রধান উপদেষ্টা ড. মো. মোকাররম হোসেন লতিফী, সাবেক সভাপতি শাহ মো. বিল্লাল হোসেন এবং সাধারণ সম্পাদক নাজমুল আল হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সহ সভাপতি পদে তানজিম হাসান মাহি, কিয়াস আল ফয়সাল, সারোয়ার হোসেন সিয়াম, আফরিমা মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সীমান্ত ফয়সাল, রবিউল হাসান রুবেল, শামীম হোসন, শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে প্রান্তিক সরকার, তৌফিক আহমেদ রায়হান, জিলানি হোসেন, ইউসুফ আল রাকিব।
এছাড়া অর্থ সম্পাদক পদে আশরাফুল ইসলাম সিয়াম উপ-অর্থ সম্পাদক মাহাবুব হাসান, ইউসুফ জামিল শিহাব, দপ্তর সম্পাদক মেহেদী হাসান মিয়াজি, উপ-দপ্তর সম্পাদক পদে সাফায়েত হোসেন, শাকিল বকাউল, প্রচার সম্পাদক পদে হাসিবুল ইসলাম, সহ প্রচার সম্পাদক আশিকুর রহমান, জান্নাতুল ফেরদৌস, ক্রিয়া বিষয়ক সম্পাদক পদে তানজিদ হাসান ইমন দায়িত্ব পেয়েছেন।
এদিকে উপ-ক্রিয়া বিষয়ক সম্পাদক মো: বায়েজিদ, মেহেদী হাসান শুভ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহিন মজুমদার পাবেল, উপ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে কাজী আশিকুর রহমান, মো: নোমান ভূঁইয়াকে দায়িত্ব দেওয়া হয়েছে। ছাত্রী বিষয়ক সম্পাদীকা হুমায়রা সুলতানা শাওন, উপ- ছাত্রী বিষয়ক সম্পাদীকা ছাবিকুন নাহার। তথ্য-যোগাযোগ বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সাকিব প্রধান ও উপ- তথ্য-যোগাযোগ বিষয়ক সম্পাদক মো: নোমান ভূঁইয়া।
নতুন সভাপতি রাকিবুল ইসলাম সাব্বির বলেন, পাবিপ্রবিতে আমরা যারা আছি তারা পরিবার থেকে অনেক দূরে, চাইলেও বাসায় যেতে পারি না। কিন্তু যখন সবাই এক সাথে মিলিত হই তখন আঞ্চলিক ভাষায় কথা বলতে পারি, এলাকার খোঁজ খবর নিতে পারি। দায়িত্ব পাওয়ার পর সংগঠনের প্রতিটি সদস্যের প্রতি দায়িত্ব বেড়ে গেছে। অতীতেও আমরা একসাথে থাকতে চেয়েছি, আগামী দিনেও সবাইকে নিয়ে একসাথে থাকবো।
সাধারণ সম্পাদক ওমর ফারুক বলেন, এই সংগঠনটি নিজের পরিবারের মতো। এখানে আসলে মনে হয় আমি আমার এলাকাতে আছি। যে প্রত্যাশা নিয়ে আমাকে এই দায়িত্ব দিয়েছেন আমি উনাদের সেই প্রত্যাশা পূরণ করতে চেষ্টা করবো। এখানে সবাই আমার আপনজন। তাই সবাইকে সাথে এই ক্যাম্পাসে একতাবদ্ধ থাকতে চেষ্টা করবো।
সাংগঠনিক সম্পাদক প্রান্তিক সরকার বলেন, নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্ত সকলকে অভিনন্দন জানাচ্ছি, নতুন যারা আমরা কমিটিতে আছি তাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে সবাই মিলেমিশে কাজ করবো, আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা মন্ডলীর সহায়তায় আমরা জেলা সমিতির ভাবমূর্তি ফুটিয়ে তুলবো। সর্বশেষ আমাদের সাধারণ সম্পাদক ওমর ফারুক ভাই এবং সভাপতি রকিবুল ইসলাম সাব্বির ভাইকে অভিনন্দন, আশা করি উনাদের হাত ধরে জেলা সমিতি অনেক দূরে এগিয়ে যাবে।