প্রকৌশল গুচ্ছের আবেদন শেষ হচ্ছে কাল, বাড়ছে না সময়

প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়
প্রকৌশল গুচ্ছের তিন বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

তিন সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন চলছে। এ প্রক্রিয়া শেষ হবে আগামীকাল ২২ মে (সোমবার)। এর আগে গত ১০ মে থেকে তিনটি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু হয়।

জানা গেছে, যোগ্য প্রার্থীদের রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রসহ নামের তালিকা প্রকাশিত হবে ৩ জুন। আর প্রবেশপত্র ডাউনলোড শুরু হবে ৪ জুন থেকে। পরীক্ষা হবে আগামী ১৭ জুন।

এর আগে প্রকৌশল গুচ্ছ ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. ইমদাদুল হক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নির্দিষ্ট সময়ের পর আবেদনের সুযোগ থাকবে না। এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের আবেদন ফরম পূরণ করতে হবে ও ফি পরিশোধ করতে হবে। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময়ের পর আর সময় বাড়ানো হবে না।

তিন প্রকৌশল বিশ্ববিদ্যালয় হলো- চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। গ্রুপ ‘ক’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ)–তে আবেদনের ফি ১ হাজার ২০০ টাকা এবং গ্রুপ ‘খ’ (ইঞ্জিনিয়ারিং বিভাগগুলো, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ)-তে ১ হাজার ৩০০ টাকা।

তিনটি বিশ্ববিদ্যালয়ে আসন রয়েছে ৩ হাজার ২৩১ টি। সর্বোচ্চ ১ হাজার ২৩৫টি আসন রুয়েটে। এবারে চুয়েটে আসন ৯২০টি ও সংরক্ষিত ১১টি, কুয়েটে ১ হাজার ৬০টি ও সংরক্ষিত ৫টি এবং রুয়েটে ১ হাজার ২৩০ ও সংরক্ষিত ৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষায় সাধারণ প্রকৌশল বিভাগসহ এবং নগর ও পরিকল্পনা বিভাগ, অর্থাৎ গ্রুপ ‘ক’-তে এমসিকিউ পদ্ধতিতে ৫০০ নম্বর। প্রকৌশলের পাশাপাশি স্থাপত্য বিভাগ নিয়ে গ্রুপ ‘খ’-তে ৭০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৭ জুন। চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে আগামী ৮ জুলাইয়ের মধ্যে। পরীক্ষায় আবেদনের ভিত্তিতে সারা দেশ থেকে সেরা ৩৩ হাজার আবেদন গ্রহণ করা হবে।


সর্বশেষ সংবাদ