বুটেক্সের ভর্তি পরীক্ষা নিয়ে যা জানা গেল

  © ফাইল ছবি

কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এরপর থেকেই শুরু হয়েছে ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম। ইতোমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে এখনও ভর্তি নিয়ে কোনো তথ্য জানায়নি দেশের বিশেষায়িত সরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (বুটেক্স)।

এ বিষয়ে বুটেক্সের উপাচার্য (রুটিন দায়িত্ব) ড. শাহ্ আলিমুজ্জামান বলেন, আমি মাত্র কিছুদিন হলো রুটিন দায়িত্ব গ্রহণ করেছি। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। তাছাড়া বিষয়টি আমার এখতিয়ারে আছে কিনা সেটিও দেখতে হবে। এ বিষয়ে চলতি মাসেই সভা হতে পারে এমন আভাস দিয়ে তিনি বলেন, এ বিষয়ে আমরা শিগগির আলোচনায় বসবো। সেখানেই ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে।

এদিকে চলতি মাসে পরীক্ষার তারিখ নির্ধারণে সভায় বসার সম্ভাবনা রয়েছে কৃষি গুচ্ছভুক্ত ৮টি বিশ্ববিদ্যালয়েরও। এ বিষয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্বদেশ চন্দ্র সামন্ত দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এবছরও সবগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ই কৃষি গুচ্ছে থাকছে। ভর্তি পরীক্ষা কবে হবে এবং কারা দায়িত্বে থাকবে এ বিষয়ে সভায় সিদ্ধান্ত হবে। চলতি মাসেই এ সভা অনুষ্ঠিত হবে।

কৃষি গুচ্ছের সম্ভাব্য ভর্তি পরীক্ষার তারিখের বিষয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, এখনও পরীক্ষার তারিখ নির্ধারণ হয়নি তবে বিগত বছরের ন্যায় এবারও কিছুটা দেরীতে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পরে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, বুটেক্সে ১০টি বিভাগে মোট ৬০০ আসন রয়েছে। বিশ্ববিদ্যালয়টি প্রতিবছর স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তি নিয়ে থাকে।