প্রথম মেধাতালিকায় ভর্তি শেষে ৭০% আসন ফাঁকা শাবিপ্রবির

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে প্রথম মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির টেকনিক্যাল কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. মাসুম এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক মাসুম বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথম মেধাতালিকায় ভর্তি হয়েছেন ৫০৫ জন। ফলে এখনো আসন খালি রয়েছে রয়েছে ১ হাজার ১৬১টি।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়টির ৩টি ইউনিটে ১ হাজার ৬৬৬টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৬ হাজার ৬৭৪ জন।

আরও পড়ুন: ক্লাস শুরুর তারিখ জানাল ২২ বিশ্ববিদ্যালয়

এতে বিজ্ঞান বিভাগ থেকে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট ১৯ হাজার ৯২০টি, মানবিক বিভাগ থেকে ‘বি’ ও ‘সি’ ইউনিটে ৪ হাজার ৭৪৭টি এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২ হাজার ৭টি আবেদন পড়ে। এতে প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হয়েছে ৫০৬ জন। সে হিসেবে এখন আসন খালি রয়েছে ১ হাজার ১৬১টি।

এর আগে, গত ১৭ অক্টোবর গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন শুরু হয়। আবেদন প্রক্রিয়া শেষ হয় বৃহস্পতিবার  (২৭ অক্টোবর) এবং আবেদন ফি পরিশোধ করা যায় শুক্রবার (২৮ অক্টোবর) পর্যন্ত। এবার গুচ্ছের অধিভুক্ত প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।


সর্বশেষ সংবাদ